আস-সালামু-আলাইকুম।প্রিও টিউনার এবং পাঠক ভাইয়ারা...সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ তায়ালার রহমতেঁ সবাই ভালো আছেন এবং সবাই ঠিক মত রোযা রাখছেন।
গত ২ দিন যাবত টেকটিউন্স এ নতুন একটি সমস্যা লক্ষ করছি।জখনি কোনো টিউনে ঢুকছি,সেটি লোড হওয়ার পর আবার লোড হয়ে নিচের ছবির মত হয়ে যাচ্ছে এবং adf.ly এর বিজ্ঞাপন দেখাচ্ছে।
হঠাত করে এমন হচ্ছে কেন?টেকি মডুরা কি বিজ্ঞাপন দেয়া শুরু করলো নাকি?
জানতে চাই।
সবাই কে রমজান মান্সের শুভেচ্ছা।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আমারতো হচ্ছেনা ।