এটা আবার কেমন সমস্যা?টেকি সমস্যা।জানতে চাই

আস-সালামু-আলাইকুম।প্রিও টিউনার এবং পাঠক ভাইয়ারা...সবাই কেমন আছেন?

আশা করি আল্লাহ তায়ালার রহমতেঁ সবাই ভালো আছেন এবং সবাই ঠিক মত রোযা রাখছেন।

গত ২ দিন যাবত টেকটিউন্স এ নতুন একটি সমস্যা লক্ষ করছি।জখনি কোনো টিউনে ঢুকছি,সেটি লোড হওয়ার পর আবার লোড হয়ে নিচের ছবির মত হয়ে যাচ্ছে এবং adf.ly এর বিজ্ঞাপন দেখাচ্ছে।

হঠাত করে এমন হচ্ছে কেন?টেকি মডুরা কি বিজ্ঞাপন দেয়া শুরু করলো নাকি?

জানতে চাই।

সবাই কে রমজান মান্সের শুভেচ্ছা।

 

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারতো হচ্ছেনা ।

আমরা করলে দোষ
তারা করলে সমস্যা নাই।
তাদের কাছে এই প্রশ্নের জবাব নাই।
দেখবেন একটু পর আপনা পোষ্ট নাই।
আমাদের কিছু করার নাই।
কারণ সব তাদের হাতে ভাই।
অভাব যখন দরজায়, ভাল তখল জানালা দিয়া পালায়।
টি টি অভাবে পড়ছে, তাই লোভে ধরছে।

    Level 0

    @http://www.kmmh.info/ K M Mezbaul Hoque:
    এভাবে বলা ঠিক না।হাজার হলেও আমাদের প্রিও সাইট

No, it’s not right.

    Level 0

    @ওহাব: াপনার ক্ষেত্রে হয়না।কিন্তু অনেকের ই হচ্ছে

Level 0

ekta site chalate onek khoroch hoy, tai jodi ad die TT chalate hoy, tateo kono problem nai, amra TT r shathe achhi, TT egie choluk ei kamona

হায় হায় মুকুট ভাই…….আপনারে তো অনেক ভালো মানুষ মনে করছিলাম,এটা আপনি কি করলেন ?
এই সব প্রশ্ন কেউ করে নাকি ? (মজা করলাম,পলিজ মাইন্ড কইরেন না)
আপনার টিউন ট্রাশে গেল গেল বলে 😀

    Level 0

    @রাখাল ভাই: নাহ…ট্র্যাশ এ যায়নি।শুধু বিভাগ পরিবর্তন হয়েছে।

বিষয়টি আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না ! ক্রম উইজ করি , ভাবছি আমার পিসিতে বোধহয় ভাইরাস লাগছে … আমার ব্রাওজার চেন্জ করলাম কিন্তু হলো না , আমি অবশ্য সম্পূর্ন পেজ লোড করে দেখিনি , যখনই ওটা আসা শুরু করছে বেকে চলে গেছি (হা হা হা ) মনে করেছিলাম ভাইরাসের জন্যে হচ্ছে !!!

    Level 0

    @প্রিন্স মাহমুদ: ঠিক!!!!আমিও প্রথমে ভেবে ছিলাম আমার পিসি কে আবার ভাইরাস এ ধরলো নাকি।কিন্তু AD টা এভাবে না দিয়ে গুগল যেভাবে দেয় সে ভাবে দিলে ভালো হত।

হা এটা বিজ্ঞাপন স্ক্রিপ্ট ব্যবহার করার ফলে হয়েছে।টেক্সট-লিঙ্ক এড বা কন্টেক্সুয়াল এড ব্যবহার কি ভাল ছিল না? 🙄 এটা বিরক্তিকর ব্যাপার যখন একটা জিনিষ পড়া শুরু করলাম কিন্তু পড়ায় ব্যাঘাত করল বিজ্ঞাপন।তখন কেমন লাগে?? 😡

    Level 0

    @নিশাচর নাইম: হুম।জখনি পরতে যাই তখনি পেইজ আবার লোড হয়।তাই বিরক্ত লাগে

মডুদের কি দোষ? এত বড় একটা সাইট চালাতে টাকা লাগে না? সার্ভারের খরচ লাগে না? যদি অ্যাড না দেখতে চান তা হলে চান্দা তুলে মডুদের হাতে দেন। টাকা দেওয়ার বেলায় এক পয়সাও বের হবে না আবার বড় বড় লেকচার দেচ্ছে।

    @হৃদয় খান: কথাটা কি আমাকে ঠেস মেরে বললেন? আমি এড বন্ধের কথা বলিনি বলেছি বিজ্ঞাপনে রিডাইরেক্ট হওয়াটা।কিছুদিন আগে ক্লিক্সোরের এডস ব্যবহার করা হয়েছিল যেগুলোতে তেমন সমস্যা ছিল না।সাইট এর যেমন সার্ভার খরচ চালাতে কষ্ট হয় তেমনি টিউনাররাও কষ্ট করে লেখেন।তাদের কষ্টের জন্য কেউ তাদের টাকা দেয় না।

    Level 0

    @হৃদয় খান:
    আপনি কমেন্ট ঠিক করে বলতে পারতেন।কারন কমেন্ট করতে টাকা লাগেনা।এই AD দেয়ার তো কোনো দরকার নাই।বাংলাদেশ এর মোবাইল কোম্পানি গুলো এই সাইট এ বিজ্ঞাপন দেয়ার জন্য এক পায়ে খারা।জতটুকু মনে হয়।আর সেই বিজ্ঞাপন দিলে টেকি মাসে কম করে হলেও ১লাখ টাকা পাবে।আর সেটা হলে এই রক ভুয়া বিজ্ঞাপনের তো কোনো মানে হয়না।

ও আচ্ছা , আমি তো ভাবছিলাম, আমারটাতে বুঝি ভাইরাসে ধরল। নাইলে ব্রাউজারের ক্যাশকে কনফ্লিক্ট করল।

চরম বিরক্ত। মডুরা এড মারা শুরু করছে।

খুব বিরক্ত লাগছে । টিউন গুলো ভাল ভাবে পরা যাচ্ছে না। কিছু একটা করেন ।

Level 0

আমার অবস্থা খারাপ!!এমনিতে টাকা পয়সার টানাটানি তার ওপর আবার ২ বার লোড হচ্ছে!!কি ঝামেলা!

টেকটিউনস মডুদেরকে বলছি, একসময় যে হারে রেফারেল লিঙ্ক ব্যবহারের উপরে কড়া কড়া কথা অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন [পিটিসি সাইটের ভুয়া রেফারেল না, বরং সাধারন 6ybh এ আমরা কিছু অন্য সাইট থেকে রিপ করে নিলেও আপনারা ধরে বসতেন]। এখন সামান্য adf.ly বিজ্ঞাপনের কাছে মাথানত করায় আপনারা ভাড় ছাড়া আর কিছুতে পরিণত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে না।
ভাল থাকুন।

যারা জিপি, কিংবা সিটিসেল ব্যবহার করে তাদের অবস্থা খুবই খারাপ… দুইবার পেজ লোড হওয়া মানে বিশাল ব্যান্ডউইথ নষ্ট হওয়া!!! আর জিনিস টা খুবই বিরক্তিকর মনে হচ্ছে আমার কাছে… গত দুই দিন ধরে খুব সমস্যায় আছি…

খুবই বিরক্তিকর মনে হচ্ছে।

Majhkhane eto din bondho chhilo, tokhono eto kharap lage ni, joto ta na ekhon ei Ad er jonyey lagchhe.
Mod. der kachhe abedon janachhi abilombe eta sorie felbar jonye.
Dhonyobad.

Level 2

I use gp net. Now what about my bandwidth will happen?.

এটা আমারও হচ্ছে পিসি চেন্জ করে দেখেছি একই সমস্যা ।কিছু আগে তো অনেক Term দেখলাম যে কোন টিউনার url short করার জন্য ad.ly ziddu এমন অনেক সাইট কে নিষিদ্ধ করা হয়েছে ।এই টা আবার টিটিতে কি ? মুকুল ভাইয়ের সাথে একমত টিটিতে বাংলাদেশী কোম্পানির এড দিলে লাখ টাকার মত ইনকাম করা সম্ভব !!!!!!!!!!!!!!!