জানি অনেকের কাছেই প্রশ্নটা হাস্যকর বা ছেলেমানুষি মনে হতে পারে। কিন্ত আমার মতো যারা এই লাইনে নতুন তাদের জন্য এটা একটা অতি মুল্যবান প্রশ্ন। এবং আমার এই প্রশ্নের উত্তরের জন্য আমি টেকটিউনসের দারস্থ এই কারনে যে, এখানে যারা লেখালেখি করেন তারা সবাই বিভিন্ন বিষয়ে পারদর্শি এবং তাদের প্রায় সবার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সুতারাং এর চেয়ে বড় platform আর হয় না।
আয়ের কয়েকটি বিষয় আমরা সবাই জানি, যেমন- বিভিন্ন প্রকার Advertising, affiliate marketing, selling service/product etc. কিন্তু আরো কিছু জনপ্রিয় উপায় সম্পর্কে জানালে উপকৃত হব।
কিছুদিন আগে একটি টিন্টারভিউ পড়েছিলাম যেটা ছিল “সামহোয়্যার ইন ব্লগ” এর প্রতিষ্ঠাতা অরিল্ড ক্লকারহগ এর। এক যায়গায় তিনি বলেছেন-
"টেকটিউনস: সামহোয়্যার ইন ব্লগ বা আওয়াজ কি এখন ফাইনেনসিয়ালি সফল ?
অরিল্ড: সামহোয়্যার ইন ব্লগ চালাতে স্যালারী, অফিস রেন্ট, ইন্টারনেট সব মিলিয়ে আমাদের মাসে ৩-৪ লক্ষ টাকা খরচ হয় । আর শুরু থেকে এই পূর্যন্ত মোট এক কোটি টাকার উপর হবে । কিন্তু লনজ রানে এটা সেল্ফ সাসটেইন হবে । এটা খুবই পপুলার একটা প্লাটফরম । যদি আমরা ভালো মার্কেটিং করত পারি তাহলে আরো ভাল হবে । তাছাড়া আওয়াজ এখনো ছোট । এটা মোবাইল দিয়ে আরো ফাস্ট স্প্রেড হতে পারে, তখন রেভিনিয়ু আসবে । এখনো আওয়াজ থেকে কোন রেভিনিয়ু পাই না ।"
আমি তাদের ব্লগ ঘুরে দেখলাম । কিন্তু সেখানে টাকা আয় করার মতো কোনো উপায় আমার বোধগম্য হলো না☺( আরে! সেজন্যইতো আপনাদের দারস্থ হলাম)। কিন্তু তারা যেহেতু এই ব্লগের পিছনে কোটি টাকা খরচ করেছেন এবং করছেন , সেহেতু অবশ্যই কোন না কোন উপায় আছে যেটা আমি জানি না। দয়া করে আপনারা জানাবেন ।
সকলের মতামতের অপেক্ষায় রইলাম।
আমি অজানা প্রশ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। শুধু জানি প্রযুক্তি ভাল লাগে।
আমারও সেই একই প্রশ্ন কেউ জানাবেন কি?