আমার পিসিতে কি করে যে এতো
Virus প্রবেশ করে আমি বুঝতে পারিনা। কি করলে এর হাত থেকে রেহাই পাওয়া
যাবে যদি কেউ আমাকে সাহায্য করতেন। অথবা কোন Antivirus ব্যবহার করবো যদি
কেউ বলতেন (সাথে অবশ্যই Antivirus এর linkটি দিবেন)। বর্তমানে আমি AVIRA
Premium ব্যবহার করছি। কিন্তু দঃখের বিষয় এটা দিয়ে Scan করলে আমার পিসির
১২টা বাঁজে। অনেক Softwareকে Virus হিসাবে এটি চিহ্নিত করে। আর যখনই আমি
Virus delete করতে যাই তখনই আমার পিসি থেকে অনেক কিছু নাই হয়ে যায়। এমন
কি আমার পিসি আগে থেকে অনেক স্লো হয়ে গিয়াছে। আমি বুদ্ধিকরে Software এবং
game গুলো Rar file করে রেখেছিলাম তাতেও কাজ হয়নি।আচ্ছা এমন কি কোন
System আছে? যাতে, কোন software, file আকারে রাখলে কোনদিন virus ধরতে
পারবে না।হাইরে খোদা আমি এখন কী করবো।
আমি প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 669 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে নিজে কতোটা ভালোবাসি তা যদি মাপার কোন Software থাকতো তাহলে বুঝাতে পারতাম।সেজন্য আঁটকে থাকি প্রযুক্তির ফাঁদে। আমাকে facebook এ পেতে চাইলে এই ঠিকানায় প্রবেশ করুন http://www.facebook.com/mahaaabub
BitDefender ব্যবহার করুন।
http://techtweets.com.bd/en/downloads/396 এখানে সিরিয়াল সহ দেওয়া আছে।