আমি একজন নতুন ব্লগার। আমি আমার সাইট এ অ্যাডসেন্স ব্যাবহার করি। আমি অনেকগুলো পোস্ট দিয়েছি। কিন্তু আমার মাঝে মাঝে ভয় হয় আমি অ্যাডসেন্স এর কোন প্রোগ্রাম পলিসি অমান্য করলাম কিনা।
অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি টা বার বার পরি। কিন্তু ইংরেজি হওয়াতে বুজতে অসুবিধা হয়।
টেঁকি ভাইদের কাছে আমার প্রশ্ন এমন কোন বাংলা সাইট আসে কি যেখানে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসি অ্যান্ড terms and conditions সম্পূর্ণ বাংলায় পাওয়া যায়।
যদি পাওয়া যায় তাহলে লিঙ্ক দিন । আর যদি না পাওয়া যায় তাহলে দয়া করে বাংলায় অনুবাদ করে পোস্ট দিন।
" earn from twiiter: sponsored tweet review" এরকম টাইটল এবং কন্টেন্ট কি অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির বাইরে পরে ?।
আমার সাইট BDTaka.com , এটি একটি রেভিও করে কমেন্ত দিন , আমি কোন অ্যাডসেন্স পলিসি অমান্য করলাম কিনা।
" অ্যাডসেন্স অ্যাকাউন্ট হারাতে চাই না"
আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।
http://translate.google.com/translate?hl=en&sl=auto&tl=bn&u=http%3A%2F%2Fbdtaka.com%2F