প্রিয় T.T. টিউনারগন সালাম নিয়েন। বিশেষ করে বাংলা কম্পিউটিং ট্যাবের টিউনারদের প্রতি। আমি Windows7 Ultimate ব্যবহার করি এবং Mozilla Firefox 5 ব্যবহার করি। আমি বাংলা লেখা ও পড়ার জন্য বিজয় বায়ান্ন ২০১১ (Original CD) ব্যবহার করি। আমি মজিলায় প্রথনে মোটামুটি ভালই বাংলা দেখতে ও পড়তে পারতাম কিন্তু এখন একটি টিউন দেখে আমি ফায়ারফক্সে গিয়ে অপশনে গিয়ে New Times Roman টা বাদ দিয়ে Solaimanlipi সিলেক্ট করি এবং Advanced এ গিয়ে সব গুলো অপশনই Solaimanlipi সিলেক্ট করার পর সব বাংলা সাইটের লেখা ও Facebook এর লেখা টিক স্পষ্ট দেখতে পাই ও পড়তে পাই কিন্তু কিছূ ছোট আকারের লেখা দেখতে গেলে দেখা যায় যে লেখার উপরের অংশে যে দাগ (টান/লাইন) থাকে সেটা আসে না। অর্থাৎ লেখা কে লেংটা দেখা যায়। যেমন :- “ল” লেখা আছে কিন্তু “ল” এর উপরের টান টা নাই শুধূ টান ছাড়া “ল” আছে। ব্যাপারটি আরো স্পষ্ট করে বোঝানোর জন্য আরো বলি - যদি আমরা “ন্ন” লিখি তাহলে যদি টান সহ উপরের ন টিকে বাদ দেই তাহলে নিচের ন টিকে যেমন লেংটা দেখাবে ঠিক সে-রকম দেখায়। আমি আবার Font Fixer 2.0 দিয়ে Solaimanlipi কে ডিফল্ট ফন্ট হিসেবে সিলেক্ট করে দেখছি - কাজ হয় নাই। আগে সম্ভবত Vrinda দেওয়া ছিল। কিন্তু Font Fixer 2.0 দিয়ে Solaimanlipi করার পর আর Vrinda ফন্টকে খুজে পাচ্ছি না। প্লিজ হেল্প করুন।
আমি আরো স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি - ধরুন আমি যখন এই পোস্ট টা টাইপ করছি তখন আমার মনিটরের ডানপাশের Categories ট্যাবের All Categories এর ভেতরের সকল বিষয়ের নাম গুলা যেমন: অন্যান্য/ইন্টারনেট/ ইলকট্রনিক্স/এনিমেশন .....ইত্যাতি লেখার উপর কোন টান (দাগ/লাইন) নেই শুধু লেকাটি আছে। যা কিনা লেংটার মত লাগে............ নতুন তো তাই স্পষ্ট ভাবে বুঝাতে পারছি না............ সাহায্য করুন।----------------ধন্যবাদ।।।
আমি bachelorzone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক একই সেটিং আমার পিসিতেও দেওয়া আছে। আমি লক্ষ্য করে দেখেছি যে থিম চেঞ্জ করার কারণে ফন্ট ছোট বড় হয়ে যেতে পারে। আপনি অন্য একটা থিম যেমন উইন্ডোজ ক্লাসিক বা হাই কনট্রাস্ট অ্যাপ্লাই করে আবার আগের থিম দিয়ে দেখুন। আর ফায়ারফক্স এ ফন্ট সাইজ ১৩ থেকে ১৪/১৬ করে দেখেন কি হয়