আমি আমার লিনাক্স উবুন্টু তে জুম এর মডেম ইন্সটল দিতে চাই। এ ব্যাপারে ubuntu 10.04 (lucid lynx) এর একটি বাঙলা সহায়িকা পেয়েছিলাম কিন্তু ওখানে মডেম ইন্সটল এর সময় ধাপ - ২ উল্লেখ করে ওখানে লেখা আছে যে "Usb-Modeswitch & wvdial সেটআপ দিন"।
আমি এই ২ টা কোথায় পাবো? এই process ছাড়া কোন কিছু ডাউনলোড করা ছাড়া কি মডেম টা সেটআপ দেয়া সম্ভব নয়?
কোন সহজ উপায় থাকলে আমাকে সাহায্য করেন...... কারন আমার পিসি তে যদি ব্রডব্যান্ড ই নিয়ে তারপর জুম সেটআপ দেয়া লাগে তাহলে র লাভ কি হল?
দয়া করে টেঁকি ভাইজানেরা হেল্পান............
modem details:
ZTE AC682...
আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?
লিনাক্স মিন্ট ব্যবহার করলে সহজেই পেয়ে যেত। একটা কাজ করেন। পারলে লিনাক্স মিন্ট ইন্সটল করেন। ওইটায় মডেম লাগালে অটো মডেম পেয়ে যায়। তারপর নেটওয়ার্ক > মোবাইল ব্রডব্যান্ড > জুম মডেম > [জুম এর ডায়াল আপ নাম্বার দিন] অথবা বাংলাদেশ সিলেক্ট করে সিটিসেল দিন > কানেক্ট।