সম্প্রতি এক বন্ধুর কাছ থেকে Two Dollar Click নামে একটা Website এর খোজ পাই।যেটায় একাউন্ট খুললে প্রতিদিন ৬/৮টা এড পাবো এবং প্রতিটা এড এ ক্লিক করার জন্য ২ ডলার করে পাবো।কিন্তু এই সাইটটার কোন প্রুফ পাচ্ছি না যে তারা আসলেই টাকা দেয় কিনা।নাকি এটা কোন ধরনের ভাওতাবাজি।এখানে অনেকেই PTC এর ব্যাপারে ভালো Idea আছে ।তাদের সাহাযি চাইছি।আর কেউ যদি প্রমান দেখাতে পারেন এবং আসলেই যদি কেউ একাউন্ট খুলতে চান তাহলে বল্বেন।এখানে রেফারেন্স এর ব্যাপারটাও আছে।আমি আমার রেফারেন্স লিঙ্কটা দেবো।আপনারা ওই লিঙ্ক এ গিয়ে একাউন্ট খুলবেন আশা করি।দয়া করে পিটিসি এর জন্য এতগুলো কনফিউজিং পোস্ট না দিয়ে সবাই মিলে একটা পোস্ট দিন।তাতে যার যার জানা লিঙ্কগুলো দিন।সবাই আলোচনা করুক।স্ক্যাম থাকলে তা জানাক সবাই।দুইমিনিট পর পরই দেখি পিটিসি নিয়া পোস্ট।আর আমি কোন সাইটেই Two Dollar click যে স্ক্যাম সাইট তার প্রমাণ পেলাম না।তর্ক নয়,যারা বলেছেন এটা স্ক্যাম সাইট আসলেই কি তাদের কাছে কোন প্রমাণ আছে?
আমি babu_ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাও সময় নষ্ট কইরেন না।এইটা ১টা ১০০% স্ক্যাম সাইট