কিছুদিন আগে আমার Nokia X6-00 16GB তে বাংলা ফন্ট দিতে যাই। আমি mass memory এর Resource folder এ font নামে folder তৈরি করে তাতে sutonny.ttf চার বার copy করে rename করি। এরপর ফোন restart দেওয়ার পর দেখি প্রথম থেকে nokia লেখাটি আসার পর ফোন ঝাপসা হয়ে আবার restart নিচ্ছে। তারপর থেকে যতবার ই ফোন on করি সেই একই ব্যাপার ঘটছে। আমি green button, red button, camera capture button, switch button একসাথে চেপে ধরে master reset করার চেষ্টা করি।তাও কাজ হচ্ছে না। X6 ফোন বন্ধ থাকা অবস্থায় এর mass memory access করার কি কোন উপায় আছে??? কারও জানা থাকলে দয়া করে একটু জানাবেন।
আমি ছায়ামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Try to flash it using J.A.F.
Video tutorial:
http://www.youtube.com/watch?v=AoHuSjm5A0g