গতকাল বাংলালিঙ্ক পয়েন্ট মুন্সিগঞ্জ শাখা থেকে একটা বাংলালিঙ্ক ইন্টারনেট মোডেম কিনেছি, দাম ২৭৪৯ টাকা । সাথে ৪ মাসের আনলিমিটেড ইন্টারনেট ফ্রী । পয়েন্টের মেনেজারকে জিজ্ঞাসা করলাম মোডেমটি কেমন হবে ? সে আমাকে বলল তিনি নাকি তার বাসায়ও এই মোডেমটি ব্যবহার করে, তিনি আমাকে বললেন মোডেমটি খুবই ভাল । তাই কিনে নিলাম, তিনি বলে দিলেন ১ ঘন্টা পরে মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে । বাসায় এসে ভালই ব্যবহার করলাম । আজ সকালে ঘুম থেকে উঠে নেটে বসলাম । আজ দেখি ইন্টারনেট স্পীড ০৮ Kb/s বেশি আপ হচ্ছে না । তারা স্পিড কমায় দিছে । তখন বাংলালিঙ্ক ইন্টারনেট মোডেমটিতে GP sim লাগালাম । এখন আমি এমন অবাক হলাম।।!! একি এখন দেখি Unlock Code চাচ্ছে । আনলক কোড জানার জন্য বাংলালিঙ্ক হেল্পলাইন ১২১ কল করলাম । একজন লোক কল রিসিভ করেছে, আমি তাকে আনলক কোডটি দিতে বললাম । সে আমাকে বলল এই মোডেমে নাকি অন্য কোন সিম চলবে না । এই কথা জানার পরে আমার মাথা গেছে নস্ট হয়ে । এখন আমি তার কাছে আনলক কোডটি চাইলাম । সে আমাকে কিছুতেই কোড দিল না । মন খারাপ করে কল কেটে দিলাম । এখন চিন্তা করলাম জা হবার হয়েছে, এই মোডেমে আমার বাংলালিঙ্ক পারসোনাল সিম লাগালাম...!!!!!!!!!!!!!!! এখন মোডেমে সিম নাই দেখাচ্ছে।।!!!!!!!!! আবার হেল্পলাইনে ফোন দিলাম । একটি মেয়ে ফোন রিসিভ করে মধুর কন্ঠে বলে উঠলো স্যার আপনাকে আমি কিভাবে সাহাজ্য করতে পারি ? আমি তাকে আমার সম্যটির কথা বললাম । সে মুধুর কন্ঠে বলে দিল>> আপনার মোডেমের সাথে যে সিমটি আমরা দিয়েছি, সেটা ছারা আর কোন প্রকার সিম চলবে না এই মোডেমে । এখন আসলেই বলদ হয়ে গেলাম ...।
মোডেমটির মডেল নাম্বারঃ HSPDA USB Stick. ZTE Corporation. Model: MFT 180
টেকটিউন্সের গেনি-গুনি ভাইদের কাছে আমি এক্টু হেল্প চাচ্ছি।।
এই মোডেমটি কিভাবে আনলক করতে পারব ?
এই মোডেম দিয়ে কিভাবে যে কোন প্রকার সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা জ়াবে ?
এরকম সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে পোস্ট করুন, মডারেটর কর্তৃক বিভাগ পরিবর্তন করে দেয়া হলো... আর টিউনে স্ল্যাং ইউজ করা থেকে বিরত থাকুন... টাইটেলের স্ল্যাং ওয়ার্ড পরিবর্তন করে দেয়া হল - মডারেটর
আমি তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলালিংক হচ্ছে একটা ফালতু ইন্টারনেট প্রভাইডার। আমার নগদ একমাসের আনলিমিটেড এর টাকা নিয়ে ১ মেগাবাইট ও ইন্টারনেট ব্যবহার করতে দেইনি।