কিভাবে নোকিয়া C6-01 পাসওয়ার্ড প্রটেক্টেড PPPOE ওয়াইফাই কানেক্ট করব?

টেকি ভাইয়েরা, সালাম নিবেন। কিছুদিন আগে আমি একটি নোকিয়া C6-01  সেট কিনেছি। আমাদের হলে ভার্সিটির ফ্রী ওয়াইফাই এক্সেস করা যায়। আমার সেটটিতে WLAN সুবিধা আছে। হলের ওয়াইফাই পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ায় তা এক্সেস করতে পারছিনা। এখানে ল্যাপটপে ওয়াইফাই এক্সেস করতে হলে প্রথমে একটা ডিফল্ট নেটওয়ার্কে কানেক্ট করতে হয়, এরপর আরেকটা নেটওয়ার্ক কানেকসন PPPOE এর মাধ্যমে আইডি-পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট এক্সেস করা যায়। আমার মোবাইলে আইডি-পাসওয়ার্ড দেয়ার কোন অপসন দেখছিনা। কিভাবে আমি মোবাইলে ওয়াইফাই ব্যবহার করতে পারি কারো জানা থাকলে বলেন প্লিজ।

Level 0

আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস