আমি টিটি তে নতুন , আমি অনেক দিন ধরে ক্যামেরা কিনব কিনব পছন্দ হয়েছে কিন্তু বুছতেছিনা কোনটা কেনা যায়। আমার বাজেট ২৫০০০-৩০০০০, যদি বাড়ানো লাগে বেশি হলে ২০০০-৩০০০ বাড়ানো যাবে। নিচে আমার যে তিনটা ক্যামেরা পছন্দ হয়েছে তা বললাম এই ব্লগ এর ক্যামেরা বিশেষজ্ঞরা একটু সাহায্য করবেন দয়া করে এই আশা করি।
১.NIKON P500. http://www.dpreview.com/products/nikon/ … kon_cpp500
২.Canon PowerShot SX30 IS. http://www.dpreview.com/products/canon/ … non_sx30is
৩.Panasonic Lumix DMC-FZ100. http://www.dpreview.com/products/panaso … c_dmcfz100
উপরের তিনটে সিরিয়াল এ যদি একটা না পাই তবে আরেকটা হবে, এরকম।যদি কেউ উপর এর ক্যামেরা তিনটির বর্তমানে বাংলাদেশে দাম যদি জানানে কেউ তাহলে বলবেন। উপরের তিনটি ক্যামেরা এর মধ্যে আমার নিকন এর ক্যামেরা বেশি পছন্দ । নিকন আর লুমিক্স এই দুটি ব্র্যান্ড এর ক্যামেরা কোথাই ওয়ারান্তি সহ কম দামে কোথাই পাওয়া যাবে তা একটু বলেন, টিটি এর বিশেষজ্ঞরা ।
আমি S.M. তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 219 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Panasonic Lumix DMC-FZ100 ..=47000 – 51000 tk…
in Panasonic dhaka..