ডিজিটাল ক্যামেরা কেনা সম্পর্কে সাহায্য চাই!!সবাই একটু তারাতারি সাহায্য করুন কাল পরশুর মদ্ধে কিনব

অনেক দিন পর  হাতে কিছু টাকা এসেছে তাই একটা ক্যামেরা কিনব আজই বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম আমি। আমার কেনার ইচ্ছা আছে Canon Powershot A330IS

কিন্তু একটা জিনিস আমাকে খুবই অবাক করল  তা হলঃ

১.কয়েক দিন আগে  j.A.N.  Associate এ এই ক্যামেরা আমি দেখেছিলাম দাম ১৮০০০ টাকা !!

২. বসুন্ধরা সিটির কিছু দোকান ১৪০০০-১৮০০০ টাকা পর্যন্ত আমাকে বলেছে আজ ।

৩. অথচ বসুন্ধরা সিটির  ক্যামেরা জোন ১২৫০০ টাকাতে আমাকে দিতে চেয়েছে।

উপরের যেকোনো দোকান হতে কিনলে ওয়ারেন্টই পাওয়া যাবে। আমি ক্যামেরা কাল পরশুর মদ্ধে কিনব এখন আমাকে অভিজ্ঞরা সাহায্য করুন কথা থেকে কিনলে ভাল হবে। আর একটা কথা দামের এতো পার্থক্য কেন? দোকান গুলার মদ্ধে ক্যামেরার Quality কি পার্থক্য হবে যেহেতু দামের এতো পার্থক্য। সবাই একটু তারাতারি সাহায্য করুন

আর হাঁ সবার শেষে বলি সামনের মাস থেকে হইত টিটিতে আসা হবে না কারন সামনে H.S.C পরীক্ষা তবে পরিক্ষার পর আপনাদের জন্য অনেক  ডাউনলোড,জ্ঞানমূলক সহ আরও অনেক চমকের টিউন অপেক্ষা করছে

Level 0

আমি S.M. তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 219 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

actually kisu kisu product refurbished take so dam o kome jai apni dokane jae ata comfirm haoben

এর দাম ভারতে ১০০০০ এর মত। তাই আমাদের এখানে এর চেয়ে বেশি দামে পেলে অবাক হবার কিছু নেই।
ক্যামেরাটা ভাল, আমার অনেক দেখেশুনে গবেষণা করে সিলেক্টেড একটা ক্যামেরা।

ঢাকার আইডিবির-৪তলায় চলে যান।এবং লিফটের বাম ও মাজ বরাবর একটি দোকানে লেটেস্ট সব কিছু পাবেন।৪,০০০ থেকে ২ লাখ টাকার ক্যামেরা পাবেন।Canon Powershot A330IS এর চেয়ে ভালো ক্যামেরা পাবেন।

A3300IS মোটামুটি reasonable price এ ভাল ক্যামেরা, আর ক্যামেরা জোন থেকে নিলে ভাল হবার কথা…