Memory Card এর সমস্যা

আমি 2gb মেমোরি ব্যবহার করি.কিছুদিন যাবৎ card এ একটা গানের মধ্যে আর একটি গান ঢুকে যায়.অনেকবার scan করেছি,কোনো ভাইরাস পাওয়া যায়নি.অনেকবার ফরম্যাট করেছি,ফল আগের মতই.please একটু help করেন.

Level 0

আমি Jabed kaisar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপানর মেমরি কার্ড সম্ভবত নষ্ট হয়ে গেছে ।

ভাই মন খারাপ কইরেন না, এটা কিছু মেমরি কার্ডের সমস্যার কারণে হয়, কার্ড এর ফাইল অ্যালোকেশান টেবল নষ্ট হয়ে গেলে ডাটা এলোমেলো হয়ে যায়, ফাইল মিশে যায়। একটা প্রতিকার হতে পারে যে কার্ড টা মোবাইল থেকেই ফরম্যাট করিয়ে নেওয়া। তারপর উইন্ডোজ বা লিনাক্স থেকে ডিস্ক চেক করিয়ে নিতে পারেন।

Level 0

মোবাইল থেকে বারবার Memory Card খুলে card reader দিয়ে ব্যবহার করলেই সাধারণত এই সমস্যা দেখা যায়।
তবে Brand এর Memory Card এর ক্ষেত্রে এই সমস্যা হয়না।