windows xP তে seven এর থিম ইন্সটল কইরা বিপদে পরসি। প্লিজ হেল্পান

আমি উইন্ডোজ xp ব্যাবহার করি। কিন্তু কিছুদিন আগে SEVEN REMIX THEME আমার পিসি তে ইন্সটল করি। এখন আমি আবার আমার আগের theme এ ফিরে যেতে চাই কিন্তু seven remix pack unstall করলেও পিসি shutdown এবং pc start হওয়ার সময় windows seven এর পেজটি আস্তেসে। আমি এখন কিভাবে পুরোপুরি seven remix এর themeটি unstall করব,প্লিজ কেও বলে দান। - - - - - -- - - - - -- - - - - - -- - - - -- -- - - - --- - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - -- - - - -সত্যি বলতেসি আপনারা হেল্প না করলে বিপদে পরমু.......................................
SO প্লিজ আমাকে কেও হেল্প করেন.....................................................................................................................।
আল্লাহ্‌ হাফিজ। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি ankon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জানিনা কাজ হবে কিনা তবে চেষ্টা করে দেখতে পারেন একবার।
c drive>windows>resources>themes ফোল্ডার এ যান। সেখানে seven remix.theme এবং seven remix ফোল্ডার টি খুজে বের করে ডিলিট করে দেন। কাজ হলেও হতে পারে।

Level 0

ভাই হইল না………। এই মাত্র try করলাম 🙁 🙁

ভাই, আপনে যে Deat এ Theme টি setup দিয়েছিলেন তার আগের Date এ System Restore দিয়ে দেখতে পারেন।

পাবেন না। পেলেও অনেক সিস্টেম ফাইল হ্যাক করে রিপ্লেস করতে হবে ভাই

Level 0

মিনহাজুল ভাই একটু হেল্প করেন 🙁 🙁

আপনি SEVEN REMIX THEME টা আবার ইন্সটল করে revo uninstaller pro দিয়ে uninstall করে দেখুন কাজ হলেও হতে পারে ।