বেশ কিছু দিন আগে CO.CC তে একটা Free ডোমেইন নিয়ে ByetHost এ হস্টিং করি। বেশ ভালই চলছিল। কিন্তু আজ সকাল থেকে Blog টা Blocked হয়ে গেছে। অনেক কষ্ট করে ব্লগ টা করছি আশা ছিল কিছু দিন যাবার পর .com এ ডোমেইন কিনে Transfer করে ফেলব। কিন্তু তার আগেই ঝামেলা টা লেগে গেলো। এখন Pls কেও আমার ব্লগ টা পুনরুদ্ধেরের বাবস্থা বলে দেন। ByetHost এ হস্টিং এ কোন সমস্যা নেই। তবে Co.cc তে ডোমেইন এর Status বক্সে Blocked দেখাচ্ছে। কেউ কোন উপায় বলে দেন না ভাই pls.
আমার ডোমেইন টা ছিল - http://www.biddaloy.co.cc
খুব কষ্টে আছি, TT তে আশা করি সাহায্য পাবো।
অপেক্ষায় রইলাম.......................................................................................................................
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ভাই কতোদিন হলো রেজিস্টেশন করেছেন আ্যড্রেস টি ?