আমার বল্গ সাইট Blocked হয়ে গেছে PLS সাহায্য করুন।

বেশ কিছু দিন আগে CO.CC তে একটা Free ডোমেইন নিয়ে ByetHost এ হস্টিং করি। বেশ ভালই চলছিল। কিন্তু আজ সকাল থেকে Blog টা Blocked হয়ে গেছে। অনেক কষ্ট করে ব্লগ টা করছি আশা ছিল কিছু দিন যাবার পর .com এ ডোমেইন কিনে Transfer করে ফেলব। কিন্তু তার আগেই ঝামেলা টা লেগে গেলো। এখন Pls কেও আমার ব্লগ টা পুনরুদ্ধেরের বাবস্থা বলে দেন। ByetHost এ হস্টিং এ কোন সমস্যা নেই। তবে Co.cc তে  ডোমেইন এর  Status বক্সে Blocked দেখাচ্ছে। কেউ কোন উপায় বলে দেন না ভাই pls.

আমার ডোমেইন টা ছিল - http://www.biddaloy.co.cc

খুব কষ্টে আছি, TT তে আশা করি সাহায্য পাবো।

অপেক্ষায় রইলাম.......................................................................................................................

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কতোদিন হলো রেজিস্টেশন করেছেন আ্যড্রেস টি ?

কোন সমস্যা নাই ব্যাকআপ নেয়া যাবে। যদি হোস্টিং এ সমস্যা না থাকে তাহলে আপনার ওয়েব সাইট ব্যাকআপ নেয়া সম্ভব।

    আমার সেটা কোন সমস্যা না ব্যাকআপ আছে আমার। আমি জানতে চাচ্ছি ডোমেইন টা কি ঠিক করা সম্ভব। বা অন্য কোন ডোমেইন এর নামে Transfer করা সম্ভব ?
    মানে আমি যদি নতুন ডোমেইন নেই তবে কেও যাতে http://www.biddaloy.co.cc তে গেলে আমার নতুন ডোমেইন এ ঢুকে যায়।