দৃষ্টি আর্কষণ ! ডোমেন ও ওয়েবহোস্টিং বিষয়ে সাহায্য চাই ।

আশা করি ডোমেন ও ওয়েবহোস্টিং বিষয়ে বিস্তারিতভাবে জানাল উপকৃত হব ।

আমি ডোমেন ও ওয়েবহোস্টিং কিনতে চাচ্ছি । এই বিষয়ে আপনাদেন সাহায্য কামনা করছি ।

ডোমেন ও ওয়েবহোস্টিং কোথা থকে কিনলে ভাল হবে।
ডোমেন ও ওয়েবহোস্টিং কিনার সময় কোন কোন বিষয়ে কেয়াল রাখতে হবে ।
ওয়েবহোস্টিং কিনার সময় কি কি বিষয়ে জেনে নিত হবে বা জিগ্ঘাসা করতে হবে ।
বাংলাদেশের ওয়েবহোস্টিং কোম্পনি, নাকি বাইরের ওয়েবহোস্টিং কোম্পনি থেকে ওয়েবহোস্টিং নিল ভাল হবে ।
ওয়েবহোস্টিং প্রইস কেমন হবে । কয়েকটি ভাল ওয়েবহোস্টিং কোম্পানির ঠিকানা ।
ফ্রী ওয়েবহোস্টিং এবং পেইড ওয়েবহোস্টিং এর মধ্যে পার্থক্যগুলো কি কি ।
ফ্রী ওয়েবহোস্টিং এবং পেইড ওয়েবহোস্টিং এর মধ্যে সুবিধা-অসুবিধাগুলো কি কি ।
কয়েকটি ফ্রী ওয়েবহোস্টিং কোম্পানির ঠিকানা ।
ওয়েব সাইট জিজাইন করতে কত লাগতে পারে ।

**আপনর মূল্যবান সময় দিয়ে আমার লেখাগুলো পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনাদে সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেন ও ওয়েবহোস্টিং কেনার জন্য দেশি কোম্পানী সোচিপহোস্ট(http://www.socheaphost.com/) দেখতে পারেন।এখানকার সার্ভিস ভাল এবং বড় সুবিধা হচ্ছে, এলার্টপে,মানিবুকার্স বা বাংলাদেশী ব্যাংক ট্রান্সফার করে টাকা পে করতে পারবেন।

ডোমেন ও ওয়েবহোস্টিং কিনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হবেঃ http://www.ahmedsaleh.com/%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4.html

ফ্রী ওয়েবহোস্টিং এবং পেইড ওয়েবহোস্টিং এর মধ্যে মুল পার্থক্য হল ফ্রি হোস্টিং এ আপনি সব সুযোগ সুবিধা পাবেন না যেটা কিনলে পাবেন।

ওয়েব সাইট জিজাইন করতে কত লাগতে পারে সেটা নির্ভর করে আপনি কি ধরনের সাইট বানাতে চান সেটির উপর।প্রাইমারী জিনিস হিসেবে ডোমেইন ৭০০ টাকা এবং হোস্টিং খরচ,বাকীগুলো ওয়েব ডিজাইনারের খরচ।

ফ্রী হোস্টিং এ গ্যারান্টেড কিছু পাবেন না। যেমন আপটাইম, সাপোর্ট ইত্যাদি। আর ফিচারের ক্ষেত্রেও অনেক পার্থক্য থাকে। এবং অনেক ফিচার আছে যা আপনার সাইট চলতে প্রয়োজন হবে কিন্তু সেগুলো ফ্রি হোস্টিং এ অফ করে রাখা হয়। যেমন- মেইলের ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে।
ওয়েব ডিজাইন ৫০০০- ১০০০০০ হতে পারে। এটা নির্ভর করবে আপনার সাইট কি ধরণের হবে তার উপর।

Level 0

আমি http://www.cheapratedomain.com এ সাইটি থেকে কিনেছি। এরা ৬৭০ টাকা নেয় একটা ডোমেন এর জন্য।
সব থেকে বড় সুবিধা হল এদের কাছ থেকে বিনামূল্যে অনেক হেল্প পাওয়া যায়।
এলার্টপে,মানিবুকার্স, সাপোর্ট করে ব্যাংক এ টাকা জমা করেও কেনা যায়।

Level 2

কম খরচে ওয়েব ডিজাইন করাতে চাইলে এই নম্বরে যোগাযোগ করুন। 01674817971.
খরচ কম
সময়মত ডেলিভারী
যে কোন সময় হেল্প সাপোর্ট