আমি একজন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী। ওয়ার্ডপ্রেসের বাংলা ল্যাঙ্গুইজ প্যাক { bn-po} ফাইলটা খুবই দরকার। আমি কয়েকবার চেষ্টা করেছি ডাউনলোডের। ডাউনলোড হচ্ছে না। বরং, পুরো পেইজটি ওপেন হয়ে যাচ্ছে। এবং, সেই ফাইলটিতে কোন ধরণের এডিট করা যাচ্ছে না। আমি চাচ্ছি, এই ফাইলটি নিজের মতো করে এডিট করতে। এই যেমন, ড্যাশবোর্ডের অনুবাদ হচ্ছে খেরোখাতা। টেকটিউনসে ড্যাশবোর্ডের অনুবাদ করা হয়েছে টিউনারবোর্ড। এমন করে আরো অনেক জায়গায় ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অনুবাদ পরিবর্তনের প্রয়োজন পড়েছে। প্লিজ..! অভিজ্ঞরা সাহায্য করুন। ফাইলটি এডিট করার জন্য আমি poedit ব্যবহার করবো। কোনভাবে আমাকে সাহায্য করুন দয়া করে। আমার মূলতঃ ফাইলটির একটি সংশোধনযোগ্য সংস্করণ দরকার। আবারো বলছি, প্লিজ..! আমাকে সহযোগীতা করুন। প্রকৃত সমাধানকারীর জন্য বিশেষ পুরষ্কার রয়েছে।
আমি নীরব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতি সাধারণ একাকী একজন মানুষ। প্রতিনিয়ত শিখছি একটু একটু করে। ভীষণ ছোট্ট একটা জগত আমার। প্রযুক্তির অসাধারণ অগ্রযাত্রা আর বিশ্বায়নের এই যুগে নিজের চরিত্রটাকে বড্ড বেমানান লাগে। তবুও, পথ চলি অবিরাম। নতুন কোন সুন্দর আলো ঝলমলে সোনালী প্রভাতের প্রতিক্ষায়।
আমিও বাংলায় অনুবাদ করেছি আমার ব্লগের জন্য। তারপরেও আমি আমার অনুবাদ করা ফাইল টি ব্যবহার করি না। মামুন সৃজন ভায়ের অনুবাদ আমার কাছে খুব ভালো লেগেছে তাই সেটা ব্যবহার করি। আপনি যেহেতু অনুবাদ করবেন তাই আমি ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ডাউনলোড করা ফাইলটি আপনার জন্য আপলোড করলাম।
ডাউনলোড করুনঃ http://www.mediafire.com/?6rtfc6oaqjuz5vb
.PO and .MO are Included.