বেশ কিছুদিন ধরে আমার pc এর booting time বেশী মনে হচ্ছিলো। তাই নতুন করে windows 7 setup দিই। কিন্তু কোন লাভ হয় না। booting time বেশী থেকে যায় (আনুমানিক ৫-৬ মিনিট, আবার অনেক সময় hang হয়)। তাই, আবার অন্য আরেক version এর windows 7 setup দিই। তাতেও ফলাফল শুন্য। একবার booting এর পর desktop এ error দেয় ও check disk দিএ scan করতে বলে। scan করে error পাই C drive এ। Auto fix করতে দিএ windows restart দিলাম। scan করে 40 Kb এর মত bad sector পেল। একবার system restore ও করছি। এরপর আরো কয়েক দফা scan disk চালিয়েছি। সর্বশেষ 56 Kb এর মত bad sector পেয়েছে। আস্তে আস্তে bad sector বাড়ছে বলে মনে হচ্ছে। ঊল্লেখ্য, আমি একটি software দিয়ে check করি। কিন্তু, এতটাই বেশী সময় নিচ্ছিল যে সেটা কাজ করছে কিনা এটা নিয়ে confused । PC এর harddisk এর C drive এ শুধু এই problem । আর, অনেক্ষন অপেক্ষার পর pc on হলে আর তেমন কোন সমস্যা দেখাচ্ছে না (এখন পর্যন্ত)।
এখন আমার question হল :
১) hard disk partition ছাড়া অন্য কোন উপায় কি আছে? আর hard disk partition দিয়ে ও কি পুরোপুরী প্রতিকার পাব ??
২) আমার C drive এ windows দেয়া। এখন কি windows অন্য drive এ install করব ?
কি কি করা যেতে পারে জানালে উপকৃত হব।
আমি ahsan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার HDD কত GB? আরেকটা কথা ব্যাডসেক্টর যেহেতু বাড়ছে, তাই আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব আপনার HDD বদলে ফেলা। কারণ ব্যাডসেক্টর (যদি ফিজিক্যাল হয়) তবে কিছুই করার নেই। লজিকাল হয় তবে সম্ভবত দুর করা যেতে পারে। নতুন HDD নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। আপনার HDD এর যদি গ্যারান্টি থাকে তবে রিপ্লেস করে নেন। আপনার বর্তমান HDD এর হেড ক্র্যাশের অথবা মেকানিকাল ফেইলিওর হওয়ার সমূহ সম্ভাবনা আছে।