কালকে বাসায় ফিরে মোবাইলে একটি sms আসছে।
From: একটি মেয়ের নাম [Ritu]।
SmS Body: APNI KEMON ACHEN. AMI [অমুক] APNAR SATHE BONDHUTTO KORTE CHAI. SOMOY HOLE CALL DIBEN. 0056322552993 ISD CALL BYE.
এই নামে কোন contact save করা নেই আমার।
Phone দিলাম, কে হতে পারে?
Balance 50 টাকা ছিল। ২ Minute এ ০.০০ TK হয়ে গেল।
আর যা বললো।
থাক, আর নাই বলি।
বিষয়টা কেউ জেনে থাকলে জানাবেন।
Please.
আমি শিহাব মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিচ্ছু বলার নাই।
হে হে…আমিও কয়েকবার এইসবের শিকার হয়েছিলাম…পুরাই ভুয়া। এই ধরনের কিছু আসলে সোজা মেসেজ ডিলিট করে দিবেন। আর অনেক সময় কল করে বলে যে আপনি লটারিতে জিতেছেন..এত টাকা পাবেন…বিস্তারিত জানতে কল ব্যাক করুন।
কল করবেন তো মরবেন।এই রকম মোবাইলের সব টাকা খেয়ে ফেলবে।