ফন্ট নিয়ে সমস্যা! প্লীজ হেল্প মি।

আমি একটা অদ্ভুদ সমস্যায় পড়েছি। আমি আমার ওয়েবসাইটের বাংলা লিখার জন্য অভ্রু ব্যবহার করি। যেমনঃ কোডিং করার সময় আমি সেখানে বাংলা লিখলে তা ব্রাউজারে শো করতো। কিন্তু গত কয়েক দিন ধরে ব্রাউজারে কোন বাংলা শো করেনা। সেখানে ?????????????? দেখায় । কিন্তু আমি বাংলা যেকোন ব্লগ পড়তে পারছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। প্রবলেমটা, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম সব কয়টাতেই। শেষ পযর্ন্ত উইন্ডোজ ৭ ফরম্যাট করলাম। তারপর নতুন করে অভ্রু ডাউনলোড করে ইনস্টল করলাম। কিন্তু যেই লাউ সেই কদু। প্রবলেম থেকেই যাচ্ছে। এখন কি করা যায়? কেউ কি সাহায্য করবেন???????

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোডিং করার জন্য আপনি কি সফটওয়্যার ব্যবহার করেন? আর কোডিং করার সময় যদি বাংলা লেখার প্রয়োজন হয় তাহলে আপনাকে অবশ্যই UTF8 সিলেক্ট করতে হবে।MySQL ডাটাবেস নিয়ে কাজ করলেও একই সেখানেও UTF8 দিয়ে রাখতে হবে তাহলেই আপনার সমাধান পাবেন। ধন্যবাদ!