ইন্টেল কোর আই থ্রি পিসি তে ম্যাক কিভাবে করব? খুউব ই দরকার…!

আমি পোষ্টগুলোতে খুঁজে ইন্টেল পিসিতে ম্যাক করার চেষ্টা করেছিলাম এর আগে...ম্যাক সেটাপ হয় কিন্তু ও.এস এ ঢুকে না...এটা বেশ কয়েকমাস আগের কথা...সেটা ছিল স্নো লেওপার্ড...

এখন আমার জরুরি ভিত্তিতে ম্যাক করা দরকার...আমার একটি আলাদা ৮০জিবি হার্ডডিস্ক আছে,...আমি সেটায় এই এক্সপেরিমেন্ট করেছিলাম...আমার এক বন্ধু তার কোর টু ডুয়ো তে ম্যাক ব্যবহার করছে...সে ও আমার পিসিতে পারেনি...তার সন্দেহ আমার গ্রাফিক্স কার্ড নেই তাই হচ্ছে না...

রাইয়ান'স কম্পিউটার এ যোগাযোগ করলে তারা জানায় কোর আই পিসি তে নাকি ম্যাক করা যায় না...অথচ আমি ক্লিকবিডি ডট কম এ একটি এড দেখেছি যে সে কোর আই তেও ম্যাক করতে পারে...তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে কয়েকবার সময় দিয়েও আসতে পারেনি...

এখন কোনো টেকি বন্ধু যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন তাহলে খুউব-ই খুশি হবো...সবচেয়ে ভালো হয় ব্যাপারটা প্রাকটিক্যালি একদিন সময় দিয়ে করে দিতে পারলে...ফোন নম্বর পেলে ফোনে আলাপ করলেও হবে...বিনিময়ে আমার বাসায় একদিন খিচুরী খাওয়ার দাওয়াতা রইলো...।

Level 0

আমি tristaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওহ! হু, কোর ২ ডুয়ো তে চালানো যায়। গ্রাফিক্স কার্ড লাগবে কেন? ইনটেল সেকেন্ড জেনারেশানের প্রসেসরে গ্রাফিক্স চিপ লাগানোই থাকে। থামেন লিঙ্ক খুজে দিচ্ছি

    প্রথমেই ধন্যবাদ জানাই সাইফ নামের একজনকে যার ব্লগ থেকে আমি এটা জেনেছি। প্রথমে এই টরেন্ট ডাউনলোড করে নিন

    http://www.saiftheboss.com/%5BSaiftheboss.Com%5D%20Snow_Leopard_10.6.6_SSE2SSE3_Intel_Only_by_Hazard.torrent

    ভেতরে দেখবেন ম্যাকের আইএসও। এটা ম্যাক পিসি এর জন্য। সাথে একটা প্যাচার দেওয়া আছে। ওইটা দিয়ে আইএসও ফাইলটা ইনটেল পিসি এর জন্য প্যাচ করে নিতে হবে। এবার সেই আইএসও টা ডিভিডি তে রাইট করে নিলেই ম্যাক ইন্সটল করা যাবে।

    ইন্সটল করা তো সহজই। ডিভিডি থেকে বুট করবেন। ম্যাকের জন্য জার্নালিং পার্টিশন করতে হবে। মানে ext3 বা ext4. ম্যাকের ইন্সটলারেই একটা পার্টিশন ম্যানেজার থাকে। চাইলে আগে থেকে উইন্ডোজ এ কিছু জায়গা আলাদা করে রাখতে পারেন। আপনার তো ৮০ গিগার আলাদা ডিস্ক। তাই সেটা ফরম্যাট দিলেই হবে। চমৎকার গ্রাফিকাল ইন্টারফেস এ ইন্সটল হতে থাকবে। মাঝপথে কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবে। সেখানে আপনার ডিভাইস অনুযায়ী টিক দিয়ে দিতে হবে। তারপর ইন্সটল শেষ হলে দেখবেন ম্যাকের চমৎকার ডেক্সটপ 🙂

    আমি এই টরেন্ট দিয়ে কাজ করেছিলাম

    http://torrents.thepiratebay.org/5215890/Mac_OS_X_Snow_Leopard_10.6.0_Patched_for_PC.5215890.TPB.torrent

    আর হ্যা, একই ডিস্ক এ ম্যাক আর উইন্ডোজ থাকলে বুটলোডার ম্যাক দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আপনার যেহেতু দুইটা ডিস্ক, মানে ৮০ গিগায় ম্যাক ইন্সটল করবেন তাই বুটলোডার সেটায় ইন্সটল করে নিয়েন। পরে উইন্ডোজ থেকে EasyBCD দিয়ে ম্যাকের পার্টিশন অ্যাড করে নিতে পারবেন।

    আর যদি ঝামেলা ছাড়া ভার্চুয়ালি ম্যাক চালাতে চান তাইলে দেখেন এই টিউন https://www.techtunes.io/mobileo/tune-id/tips-and-tricks/tune-id/65406/

    বলে রাখি, কিছু ক্ষেত্রে হার্ডডিস্ক মোড AHCI করা থাকে। সেটা ATA করে দিয়ে সেটআপ দিয়ে পরে AHCI করে নেওয়া ভালো। তবে ম্যাক তো অনেক উন্নত, সমস্যা হওয়ার কথা না, আমি কোর আই৫ এ ম্যাক চালাইসি।

এখানে http://www.saiftheboss.com/ ইন্টেল পিসিতে ম্যাক ইন্সটল সংক্রান্ত বিস্তারিত পেতে পারেন, যথেষ্ট ঝামেলার কাজ।

Level 0

শাওন এবং টিপু ভাই আপনাদের দুজনকেই রিপ্লআই দেওয়ার জন্য ধন্যবাদ…আমি কিন্তউ ম্যাক ইন্সটল করতে পারি…আমার সমস্যা হলো ও.এস এ ঢুকে না…স্টার্ট স্ক্রিন এ এসে থেমে থাকে…সাইফ ভাই এর পোষ্ট আমি আগেই পড়েছি…এখানে ইন্সটলেশন প্রক্রিয়া দেওয়া…আমার সমস্যার ট্রাবলশুট নেই, সেখানে…।
শাওন ভাই আপনার ফোন নাম্বার আমাকে একটু মেইনল করুন([email protected]) এ(যদি আপত্তি না থাক)…