আমি পোষ্টগুলোতে খুঁজে ইন্টেল পিসিতে ম্যাক করার চেষ্টা করেছিলাম এর আগে...ম্যাক সেটাপ হয় কিন্তু ও.এস এ ঢুকে না...এটা বেশ কয়েকমাস আগের কথা...সেটা ছিল স্নো লেওপার্ড...
এখন আমার জরুরি ভিত্তিতে ম্যাক করা দরকার...আমার একটি আলাদা ৮০জিবি হার্ডডিস্ক আছে,...আমি সেটায় এই এক্সপেরিমেন্ট করেছিলাম...আমার এক বন্ধু তার কোর টু ডুয়ো তে ম্যাক ব্যবহার করছে...সে ও আমার পিসিতে পারেনি...তার সন্দেহ আমার গ্রাফিক্স কার্ড নেই তাই হচ্ছে না...
রাইয়ান'স কম্পিউটার এ যোগাযোগ করলে তারা জানায় কোর আই পিসি তে নাকি ম্যাক করা যায় না...অথচ আমি ক্লিকবিডি ডট কম এ একটি এড দেখেছি যে সে কোর আই তেও ম্যাক করতে পারে...তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে কয়েকবার সময় দিয়েও আসতে পারেনি...
এখন কোনো টেকি বন্ধু যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন তাহলে খুউব-ই খুশি হবো...সবচেয়ে ভালো হয় ব্যাপারটা প্রাকটিক্যালি একদিন সময় দিয়ে করে দিতে পারলে...ফোন নম্বর পেলে ফোনে আলাপ করলেও হবে...বিনিময়ে আমার বাসায় একদিন খিচুরী খাওয়ার দাওয়াতা রইলো...।
আমি tristaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওহ! হু, কোর ২ ডুয়ো তে চালানো যায়। গ্রাফিক্স কার্ড লাগবে কেন? ইনটেল সেকেন্ড জেনারেশানের প্রসেসরে গ্রাফিক্স চিপ লাগানোই থাকে। থামেন লিঙ্ক খুজে দিচ্ছি