ওয়ার্ডপ্রেস দিয়ে আমি একটি ব্লগ তৈরী করেছি ।কিন্ত সমস্যা হলো কিছুতেই সাইটের ল্যাংগুয়েজ বাংলা করতে পারতেছি না। টেকটিউনস এ ব্যাপরটা নিয়ে টিউন আছে ।আমি টিউনগুলো পড়েছি এবং সেই অনুযায়ী কাজও করেছি।
কিন্তু তারপরও বাংলা হচ্ছে না ।
bn_BD আপলোড করার পর WP-config.php এর মধ্যে define ('WPLANG','bn_BD ''); লিখে সেভ করতে গেলে এই মেসেজ দেখায় -
Warning: ftp_put() [function.ftp-put]: Can't open that file: Permission denied in /home/files/public_html/1/includes/filesystem.inc.php on line 684
File: /public_html/wp-config.php
Status: This file could not be saved
দয়া করে সাহায্য করুন । প্লিজ ।
আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আপনার হোস্টিংয়ের সমস্যা। এফটিপি দিয়ে ট্রাই করুন।