আমার এক ছোট ভাইয়ের Nokia 2700c মডেলের মোবাইল Phoenix_Service_Software_2011.02.000.44842_Cracked দ্বারা ফ্লাস দিতে গিলে ফ্লাস নেয় কিন্তু U.I setting Field দেখায়। আর মোবাইল অন করলে Nokia লেখা দেখায় তার পর মোবাইল সাদা ডিসপেলে হয়ে কিছু সময় পর বন্দ হয়ে যায়। যদি কারো জান থাকে কি করলে মোবাইল টা অন হবে ।
সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট সাহায্য/জিজ্ঞাসা বিভাগে পোস্ট করুন - মডারেটর
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ...
নতুন ফার্মওয়্যার দিয়ে ফ্ল্যাশ দেন https://www.techtunes.io/mobileo/tune-id/59217/