আমি ওডেস্কে নতুন রেজিস্ট্রেশন করেছি এবং প্রোফাইলেক শতভাগ সম্পূর্ণ করেছি। সব কিছুই শেষ করেছি তবে Verify your identity সম্পর্কে জানতে চাইছিলাম। এটাকে সম্পূর্ণ করা প্রয়োজন। অথবা না করলেও চলবে । আইডি ভেরিফাই করতে তিনটি জিনিস চাই। ন্যাশনাল আইডি, নিজের ছবি, ব্যাঙ্ক স্টেমেন্ট। এটা করা কি দরকার? অভিজ্ঞরা কি এটা করেছেন?
আর পেমেন্ট তোলার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি কোনটি? মানিবুকার্সে হাজারো ভেরিফিকেশনের ঝামেলা।
আমি Imtiaz Billah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইডি ভেরিফাই করলে আপনার বিড করার সুযোগ ৫টি বাড়বে। মানিবুকারসই ভাল হবে। ন্যাশনাল আইডি, ব্যাঙ্ক স্টেমেন্ট দিয়ে মানিবুকারসে ম্যানুয়াল এড্রেস ভেরিফিকেশন এবং পড়ে ম্যানুয়াল একাউন্ট ভেরিফিকেশন করার জন্য সাপোর্ট সেন্টারে আবেদন করুন। এটাই কম খরচে টাকা আনার সহজ উপায়। ।অন্য পদ্ধতিতে টাকা খরচ বেশী পড়বে