টেকটিউনস প্রিন্ট দিচ্ছি তখন আমার সব ভেঙ্গে যাচ্ছে কেন আমাকে সাহায্যকরুন।

আমার একটা সম্যসা জটিল না কেউ পারলে সাহায্য করুন আমাকে আমার টেকটিউনস প্রিন্ট দিচ্ছি তখন আমার সব ভেঙ্গে যাচ্ছে। নিচের চিত্রর মত হচ্ছে। আমেকে সাহায্য করুন।  যে ভাবে আমরা বাউজ হয়ার সময় দেখি সে ভাবে প্রিন্ট হবে না। তা না হলে আমাকে এখান থেকে পিডিএফ করার প্রদ্ধতি বলুন।

Level 2

আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ফায়ারফক্স থেকে সরাসরি Ctrl + P চেপে প্রিন্ট দেন। আমার ভাঙ্গেনা। এইটা ভালো প্রিন্টার

    ফায়ারফক্স থেকে সরাসরি Ctrl + P চেপে প্রিন্ট দিয়ে হয় না ভাই আগে দেখেছি

    সফওয়ার দিয়েও হয় না PDF ফাইল ভেঙ্গে যাচ্ছে

ফায়ারফক্স থেকে সরাসরি Ctrl + P চেপে প্রিন্ট দিয়ে হয় না ভাই আগে দেখেছি

Level 0

আমারও একই সমস্যা

Level 0

.mht format এ পেজ সেভ করে তারপর সেভ করা পেজ থেকে Print দিয়ে দেখুন তো কাজ হয় কিনা। আমার প্রিন্টার এই মূহুর্তে নষ্ট থাকায় যাচাই করে বলতে পারলাম না.
আর .mht format এ সেভ করার জন্য IE ব্যবহার করুন।

    হয় না ভাই একয় ফল।

    Level 0

    কাহিনী বুঝতে পারতেসি না…
    মনে হচ্ছে ScreenShot নিয়ে প্রিন্ট দেয়া ছাড়া কাজ হবে না….