আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দয়া করে যদি আমাকে কেউ সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতাম ।
আমার PAYPAL এ একটা একাউন্ট আছে যা খোলার সময় আমি ইন্ডিয়ান ঠিকানা ব্যবহার করেছিলাম । একাউন্ট টি খোলার পর যেহেতু আমার কোন CREDIT CARD নাই,তাই আমি একটা VIRTUAL CREDIT CARD কিনে একাউন্ট টি VERIFIED করি , তারপর এতে টাকা লোড করেছি এখন এটার ব্যালেন্স হলো $5.87 কিন্তু আমি এই টাকা দিয়ে কিছুই করতে পারছি না । কোন সাইটে কিছু কিনতে গেলে আথবা অন্য কোন পেপাল একাউন্ট এ টাকা পাঠাতে গেলে তা হচ্ছে না বারবার দেখাচ্ছে যে নতুন কোন credit card যোগ করুন । নিচে ছবির মাধ্যমে আমার একাউন্ট স্টাটাস ও সমস্য গুলো দেখালাম । কেউ যদি দয়া করে এর কোন বিকল্প বু্দ্ধি দেন বা বিকল্প কোন কিছু বলেন তাহলে খুব উপকার হয় ।
আমি msbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।