সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন।
আমি ভাই একটু টেনসেনে আছি, আপনারা আমারে বাঁচান।
১) গুগল এডসেন্স এর পেইজ ইম্প্রেশন কি?
২) পেইজ ইম্প্রেশন বারলে কি সমস্যা?
৩) Page CTR কতোর ভিতর থাকে ভাল?
৪) Page eCPM কতোর ভিতর থাকে ভাল?
আশা করছি আমি আমার সমস্যার সমাধান পেয়ে যাব।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
1. যতবার গুগলের এডসহ আপনার ওয়েবসাইট ভিজিট করা হবে সেটাই হলো পেজ ইমপ্রেশন।
2. এটা যত বেশি হবে তত ভালো।
3. এটা 5 এর নিচে রাখাটা নিরাপদ। পেজ ইমপ্রেশন বাড়লে এটা কমে আসবে।