আমার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। উপজেলা তো দুরের কথা জেলাতে পর্যন্ত wifi নেটওয়ার্ক নেই। কিন্তু আমি আমার বাড়িতে wifi নেটওয়ার্ক সম্পূর্ণ রুপে তৈরি করতে চাই। তবে এটা হবে Unlimited এবং Max Speed (Min 500 KB)। তো আমি যদি বাড়িতে শুধুমাত্র আমার জন্য wifi নেটওয়ার্ক স্থাপন করতে চাই, তাহলে আমার আনুমানিক কত টাকা ও কি কি লাগবে। ২০,০০০ টাকার মধ্যে কি Wifi স্থাপন করা যাবে। তাই প্লীজ যারা জানেন তারা দয়া করে জানাবেন। অথবা যদি এতে কোন Plane System(যেমন: গ্রামীন ফোনে ১জিবি=৩৫০ টাকা) থাকে তাহলে জানাবেন।
আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।
WiFi নেটওয়ার্ক স্থাপন করতে যে যে জিনিস লাগবেঃ
১. একটি কম্পিউটার।
২. একটি ওয়ারলেস রাউটার ( মূল্যঃ ৩০০ মিটার ও ৩০০ এমবিপিএস ওয়ারলেস এন রাউটার এর দাম ৫০০০ টাকা।)
৩. নেট সংযোগ।
আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেন তাহলে সুধুমাত্র প্রথমবার রাউটার কনফিগার করতে কম্পিউটার লাগবে তারপর আর কম্পিউটার এর দরকার নাই।