ল্যাপ্টপের বিল্ট ইন এসডি স্লট থেকে একটি মেমোরী কার্ড ব্যাবহার করতে চাই।কিন্তু মেমোরী কার্ড থেকে কপি করা যায় কিন্তু মেমোরী কার্ডে কোন কিছু কপি পেস্ট অথবা রিমুভ করা যায় না।এমন কি ফরম্যাট ও দেয়া যায় না। The Disk is write protected দেখায়।এই সমস্যার সমাধান কি???
আমি babu_ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহজ সমাধান!
এটা রেজিস্ট্রিতে অ্যাড করলে রাইট করা যাবে
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000000
আর এটা অ্যাড করলে ইউএসবি তে রাইট হবেনা।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000001