ব্লগস্পট নামক ওয়েব সাইটে ঠুকতে পারছিনা হেল্প! হেল্প!! হেল্প!!!

ব্লগস্পট নামক ফ্রী ওয়েব হোস্টিং  সাইট থেকে আমি একটি ওয়েব সাইট খুলেছি।এখন সমস্যা হলো আমার তৈরীকৃত ওয়েব সাইটে  ঠুকতে পারছিনা । আমি প্রথমে ভেবেছিলাম হয়ত শুধু আমার ওয়েব সাইটেই এই সমস্যা।

পরে আমি অন্যান্য ব্লগস্পট নামক ওয়েব সাইটেও  ঠুকার চেষ্টা করেছি কিন্তু পারিনি।

পরে আমার এক বড় ভাইয়ের কাছে এই সমস্যার কারন জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বলেছিলেন যে, কিউবি মডেম ব্যবহার করার কারনে এই সমস্যা দেখা দেয়।

এখন এই সমস্যা থেকে কিভাবে আমি মুক্তি পাব?

Level 0

আমি মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

প্রক্সি সাইট ব্যবহার করুন।

    Level 0

    প্রক্সি সাইটিইতো বুঝিনা, ভাই আমি কম্পিউটার জগতে নতুন তাই কিভাবে প্রক্সি সাইট ব্যবহার করব একটু জানাবেন?
    আমার খুব দরকার ভাই প্লীজ!!!
    আপনার কাছে কোন প্রক্সি সাইটের লিংক থাকলে একটু দেন প্লীজ!!

নিচের সাইটে URL এর জায়গায় আপনার ব্লগের ঠিকানা লিখে গো লেখাতে ক্লিক করে ব্লগ ভিজিট করতে পারবেন।

http://www.adfreeproxy.com/

    Level 0

    ধন্যবাদ কাজ হচ্ছে কিন্তু সাইন ইন করতে পারতেছিনা।তাই আমি এডিট করতে পারছিনা।
    সম্ভব হলে আরেকটা ভাল লিঙ্ক দেন।

অপেরা ব্যবহার করেন। টার্বো চালু করলে ঢুকবে।

    আরেকটা উপায় হল -টর ব্রাউজার ব্যবহার করা। আপনার ইন্টারনেট সার্ভারকে সমস্যা জানান। আমার তো জিপি, বাংলালায়ন থেকে ব্লগস্পটে ঢোকে।

Level 0

ভাইয়া অপেরা দিয়েও চলেনা।কিযে করি আমার ওয়েব সাইটটা এডিট করতে পারছিনা।
আমি এখন কি করব?প্লীজ ভাইয়া কিছু একটা করেন।

Level 0

আমার জন্য আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
অনেক কষ্টে ওপেরা টুর ডাউনলোড করেছি কিন্তু এটা দিয়ে সব আসেনা কিছু আসে ।
আমার মনে হয় আমার ভাগ্যই মন্দ আপনারা আমার জন্য এত কষ্ট করলেন তারপরও আমি সফল হতে পারছিনা।
তারপরও ধন্যবাদ।

    টর দিয়েও হয়নি? :O :O বলেন কি?!?! এক্ষুণি আপনার ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিকে জানান