অনেক দিন আগে একবার উবুন্টু (১০.০৪) এর সিডি রিকুয়েস্ট করার কিছুদিন পরে আমার বাড়িতে এসে হাজির হয়েছিল বেশ আনন্দে আমি উবুন্টু (১০.০৪) ইন্সতিল করে ফেলেছিলাম কেমন করে যে করেছিলাম তা আল্লাহ্ পাক-ই জানেন আমার হার্ডডিস্ক এর একটা ড্রাইভ এ বেশ কিছু জায়গা (ফ্রী স্পেস) কোথায় যেন হাওয়া হয়ে যায়। কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে সেই স্পেস টুকু খুঁজতে গিয়ে আমার হার্ডডিস্ক ফরম্যাট করতে হয়েছিলো।
সেই কথা আর বলে লাভ নাই। এবার কয়েকদিন আগেই যখন প্রথম উবুন্টুর নতুন সংস্করণ (১১.০৪) রিলিজ হয়। দেখলাম যে উইন্ডোজ এর সাথে নাকি ব্যবহার করা যাবে তাই দুই দিন ধরে আমার ২৫ মেগাবাইট 😀 ইন্টারনেট স্পিড (গ্রামীনফোন) দিয়ে ডাউনলোড করে ফেললাম। কিন্তু আবারও হয়রান দেখি উবুন্টু ইন্সটল-ই হইনা আবারো মেজাজ খারাপ হয়ে গেলো! কিন্তু মন আমার পড়েই আছে উবুন্টুর মাঝেই........... আজাকে আবারোও ডাউনলোড করলাম দেখি এবার কোন সমস্যা ছাড়াই ইন্সটল হয়ে গেছে 🙂 বাহ! ওপেন করে দেখি আবারোও পেরেশান পড়লাম। দেখি যে আমার কোন প্রকার মিডিয়া প্লে করতেই পারি না। যেমনঃ MP3. MP4, Mkv, ইত্যাদি প্লে করতে গেলে কি যেন লেখা দেখায় ... প্লাগিন না কি যেন চাই।
কই পাব আপনার একটু হেল্পান আর কিভাবে উইন্ডোজ এর ব্যবহার করা যায় সেই সফটওয়্যার গুলো উবুন্টু তে ইন্সটল করবো। আরও আমি আবার সারাদিন আমার ২৫ KB/s 😀 গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করি সেটা আবার আমার স্বপ্নের মোবাইল নোকিয়া এন ৮০ দিয়ে কিভাবে উবুন্টু তে সেই স্বপ্নের নোকিয়া এন ৮০ দিয়ে ইন্টারনেট কানেক্ট করবো? আর কিছু মনে আছে না। আমি সব কিভহুই জানতে চাই আপনার হেল্পান। Please ........................................
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমিও নতুন উবুন্টু ইউজার। আমিও এই সমস্যায় পড়েছিলাম। কিন্তু অভিজ্ঞ টেকি ভাইদের সহায়তায় এখন সকল ফরম্যাট এর অডিও, ভিডিও দেখতে পাই । 🙂
আপনি এজন্য software center এ গিয়ে ubuntu-restricted-extras লিখে সার্চ দেন। তারপর ইন্সটল করে ফেলেন। আশা করি কাজ হবে।
vlc player ইন্সটল করলেও সকল অডিও, ভিডিও দেখতে পাবেন।
ইন্টারনেট কানেকশনের জন্য এই টিউনটি দেখতে পারেন https://www.techtunes.io/linux/tune-id/28016/