সম্প্রতি আইডিবিতে নোটবুক দেখে আসলুম বিভিন্ন ব্রান্ডের।কোনটা কিনব বুঝে উঠতে
পারছিনা।প্রথমত বেশীরভাগই এটম বা এটম ডুয়েল কোর প্রসেসের বিশিস্ট কিন্ত আমার প্রশ্ন
হল এই এটম দিয়ে কতটা ভারি কাজ করা যাবে।
ওয়েবসাইট ডেভেলপিং কাজ করাই আমার মুখ্য
বিষয় সেহেতু ড্রীমওয়েভার,ফটোসপ,লোকালহোস্ট সার্ভার,কয়েক ধরনের ব্রাউজার সব সময়ই
রান করতে হবে আর পাশাপাশি বিনোদনের জন্য টুকটাক সফটওয়ার তো আছেই।কখনও অমন নোটবুক
খানিকটা পরখ করে দেখলেও বুঝতাম ব্যাটার দৌড় কদ্দূর! আবার না বুঝে শুনে কিনলে কাজ না
করতে পারলে পুরই গুড়ে বালি তাই ভাবিয়া করিতেছি ব্লগ না ভাবিয়া কিনিতাছি না।বাজেট ৩০ এর ভিতরে।
(চরম পছন্দ হয়ে গেলে ৪৫/- পর্যন্ত বাধিত করা যাবে)
hp mini 210-110tu মডেল টা বেশ লেগেছে কেঊ ব্যাবহার করলে আওয়াজ দিয়েন।
আর কলেজ এর পার্শস্থ মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারের সেকেন্ড হ্যান্ড নোটবুক গুলুও একটু চেখে দেখলাম দাম ঠিকি আছে মনে হল
কিন্ত চকচক করলেই সোনা হয়না এ শিক্ষা শিক্ষিত আমরা অত;পর এ প্রসঙ্গে কাউর দূঃখের বা
'জিতিয়াছি' ক্যাটাগোরাইযড মন্তব্য পেশ করে সাবধান করার জন্য কী-বোর্ড আকষর্ন করা গেল।
ল্যাপটপ কিনতে চাচ্ছিনা কারন আমার ১০ বা সর্বোচ্চ ১২ ইঞ্ছি মনিটর হলেই এনাফ প্লাস ব্যাটারি ব্যাকাপ অপেক্ষাকৃত বেশী পাওয়া যাবে।
আর যদি ওসব কাজ নোবুতেই করা যায় অনায়াসে তবে ১৪/১৫ ইঞ্ছির ল্যাপি এর দরকার নেই।আর না করা গেলে ল্যাপিতেই গিয়ে কড়া নাড়তে হবে...
এখন ভাল একটা নোবুর মডেল বলেন যাহা দ্বারা আমার চাহিদা সর্বাধিক হারে মেটানো সম্ভবপর।
মিনিমাম কনফিগারেশন>
এটম ডুয়েল কোর১.৮০গিগাহার্টয
,২গিগা র্যাম
,১এমবি ক্যাশ
,২৫০+এইচডিডি
,১০' এইচডি ডিসপ্লে
,ওয়াইফাই,১ইয়ার ওয়ারেন্টি,৬সেল ব্যাটারি,লুকিং হর্নি!
--------------------------------------------
আরেকটি কথা কিউবীর আনলিমিটেড প্যাকেজ় যারা ইউজ করেন রিভিঊ দিবেন প্লিজ।
এমন কোন সীমা আছে যেটা পার হলে স্পীড ডাউন হয়ে যায়...বাংলা সিংহ বলে আমার ঘারে
৩০ গিগার বেশী চড়লে আমি শর্তমোতাবেক ধীর গতিতে চলা শুরু করি অথচ বলে unlimited package!
আর কিউবীর স্পীড তো ভাল হওয়ার কথা ৫১২ কে.স যেটা সেটার এভারেজ ডাউন কত থাকে জানলে আওয়াজ দিবেন।
আর,মডেম কোনটা ভাল হবে গিগাসেট,শাটল আর dongle এই তিনটির মধ্যে।
ধন্যবাদ সবাইকে।টিটিতে নিয়মিত আছি কিন্ত টিউন শুধু পড়েই গেলাম এখন আবার সাহায্য চেয়ে বসলুম
সে জন্য ক্ষমা করবেন।
আমি arifbd2015। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কিউবি ব্যবহার করিনা। বাংলালায়ন ব্যবহার করি। মাসে ১০০ গিগার বেশী নামাই। ৫১২ আনলিমিটেড।
বাজেট ৪৫ হলে ডেলের ভস্ট্র নেন। অ্যালুমিনিয়াম বডি। ভালো জিনিষ।