সম্প্রতি আমি ফরেক্স নিয়ে ৩ টি টিউন করেছিলাম।
কিন্তু ৩টি টিউনই টেকটিউনস ডিলিট করে দিয়েছে।
কি জন্য এটা হয়েছে কেউ বলবেন প্লিজ?
এর মধ্যে একটি রিভিউ ছিল http://bdpips.com/ সম্পর্কে।
বিডিপিপস.কম বাংলাদেশের সর্বপ্রথম ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল।
বিডিরঙ.কম এর রিভিউ যদি টেকটিউনসে গ্রহনযোগ্য হতে পারে তবে বিডিপিপস.কম নয় কেন?
বাকি ২টি টিউন ছিল ফরেক্সের বেসিক সম্পর্কে এবং ৫০৪টি ফ্রি ইনডিকেটর এবং ১১২টি ফ্রি এক্সপার্ট এডভাইসরের ডাউনলোড লিঙ্ক সহ।
আমি টিউন করার আগে সাইফুল ভাই কে ফেসবুকে মেসেজ পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ফরেক্স নিয়ে টিউন করতে পারব কিনা।
উনি উত্তর দিয়েছিলেন হ্যা।
দয়া করে টিউনটি ডিলিট করবেন না।
এই ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং অন্যদের মতামত চাচ্ছি।
ধন্যবাদ।
আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM
তানভির ভাই techtunes আগে ভাল ছিল ।এখন যারা এটাকে control করছে তার নিজেদের খেয়ালখুশী মত করছে ।