99Designs.com থেকে 284$ পেয়েছি। আমার credit card করার বয়স হয়নি। তাই western union
এর মাধ্যমে টাকা আনতে চাইছি। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না।
withdraw option এ গেলে বলে -
Western Union $25 withdrawal fee + third party fees.
EN: [Western Union charges us roughly 10–25% per transfer. 99designs will deduct this fee, as well as $25 USD to cover the additional administration required.]
BN: [ওয়েস্টার্ন ইউনিয়নও মূল্য স্থানান্তরের প্রতি প্রায় 10-25% আমাদের. 99designs এই ফি বিয়োগ, যেমন $ 25 ডলার থেকে অতিরিক্ত প্রশাসন প্রয়োজন থাকবে।]
এই বাংলা বুঝিনাই।
---
আসলে কত টাকা খরচ হবে তা জানা দরকার। আমি কিছু বুঝতে পারছি না। এবং [ State/Province: ] এ কি লিখব?
কত দিন সময় লাগবে?
একটু বিস্তারিত লিখলে আমার জন্য ভাল হয়।
আমি একদম নতুন। তাই খুব উত্তেজিত।
Please Help.
আমি শিহাব মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিচ্ছু বলার নাই।
ওয়েষ্টার্ন ইউনিয়ন আপনার কাছ থেকে ১০/৩০% টাকা চার্জ কেটে নিবে আপনার উঠানো টাকার উপরে শতাংশ হিসেব করে। 99Designs.com আপনার কাছ থেকে $25 কেটে নিবে, এটা তাদের টাকা উঠানোর সময় চার্জ। তাহলে আপনি এখন আপনার $284 থেকে $25 বাঁদ দিন। তাহলে থাকে= $259. আবার এখান থেকে ওয়েষ্টার্ন ইউনিয়ন আপনার কাছ থেকে কেটে নিবে 10/25%. আর আপনি State/Province তে আপনি যেখানে থাকেন সেখানের থানা বা উপজেলা'র নাম দিন। আর আপনি যদি ঢাকায় থাকেন তাহলে মনে করেন যে আপনি ধানমন্ডি জিগাতলায় থাকেন। তাহলে আপনাকে দিতে হবে ধানমন্ডি। State/Province আসলে অ্যামেরিকানদের জন্য প্রয়োজন হয় বেশি। আপনার ঠিকানায় যদি এধরণের কিছুই না থাকে তাহলে না দিলেও হবে। কোন সমস্যা নেই।
আশাকরি আপনার উপকার হয়েছে। 🙂