ওয়েষ্টার্ন ইউনিওন – সাহায্য করুন প্লিজ

99Designs.com থেকে 284$ পেয়েছি। আমার credit card করার বয়স হয়নি। তাই western union

এর মাধ্যমে টাকা আনতে চাইছি। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না।

withdraw option এ গেলে বলে -

Western Union $25 withdrawal fee + third party fees.

EN: [Western Union charges us roughly 10–25% per transfer. 99designs will deduct this fee, as well as $25 USD to cover the additional administration required.]

BN: [ওয়েস্টার্ন ইউনিয়নও মূল্য স্থানান্তরের প্রতি প্রায় 10-25% আমাদের. 99designs এই ফি বিয়োগ, যেমন $ 25 ডলার থেকে অতিরিক্ত প্রশাসন প্রয়োজন থাকবে।]

এই বাংলা বুঝিনাই।

---

আসলে কত টাকা খরচ হবে তা জানা দরকার। আমি কিছু বুঝতে পারছি না। এবং [ State/Province: ] এ কি লিখব?

কত দিন সময় লাগবে?

একটু বিস্তারিত লিখলে আমার জন্য ভাল হয়।

আমি একদম নতুন। তাই খুব উত্তেজিত।

Please Help.

Level 2

আমি শিহাব মৃধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিচ্ছু বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়েষ্টার্ন ইউনিয়ন আপনার কাছ থেকে ১০/৩০% টাকা চার্জ কেটে নিবে আপনার উঠানো টাকার উপরে শতাংশ হিসেব করে। 99Designs.com আপনার কাছ থেকে $25 কেটে নিবে, এটা তাদের টাকা উঠানোর সময় চার্জ। তাহলে আপনি এখন আপনার $284 থেকে $25 বাঁদ দিন। তাহলে থাকে= $259. আবার এখান থেকে ওয়েষ্টার্ন ইউনিয়ন আপনার কাছ থেকে কেটে নিবে 10/25%. আর আপনি State/Province তে আপনি যেখানে থাকেন সেখানের থানা বা উপজেলা'র নাম দিন। আর আপনি যদি ঢাকায় থাকেন তাহলে মনে করেন যে আপনি ধানমন্ডি জিগাতলায় থাকেন। তাহলে আপনাকে দিতে হবে ধানমন্ডি। State/Province আসলে অ্যামেরিকানদের জন্য প্রয়োজন হয় বেশি। আপনার ঠিকানায় যদি এধরণের কিছুই না থাকে তাহলে না দিলেও হবে। কোন সমস্যা নেই।

আশাকরি আপনার উপকার হয়েছে। 🙂

Congratulation, আমিও 99designs.com এর একজন member. আমি এ পর্যন্ত দুই বার payout করেছি moneybookers এর মাধ্যমে । moneybookers এর মাধ্যমে payout করুন মাএ ২.৬ $ কাটবে । টাকা Bank এ আসতে সময় লাগবে মাএ ২-৩ দিন । 99designs.com আপনার কাছ থেকে কাটবে ১০$

    মানিবুকার্সের মাধ্যমে টাকা আনলে অবশ্যই সিটি ব্যাংকের মাধ্যমে আনবেন। কারণ, বাংলাদেশে সিটি ব্যাংকই একমাত্র মানিবুকার্সের মাধ্যমে টাকা আনলে কোনো চার্জ কাটে না। আর ডাচ বাংলা ব্যাংকে লেনদেন পারলে বাদ দিয়ে দেন। ওদের কাছে গেলে দেখবেন যে, কত কাহিনী করবে আপনার সাথে। মনে হয় যে, ওদের কাছ থেকে টাকা ঋ্ন নিচ্ছি।

    মানিবুকার্সের টাকা আপনি আমার কাছে বিক্রি করে দিতে পারেন। ০১৬১৫২৪২৫১৬

    মানিবুকার্স দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনুন। বিস্তারিত জানতে http://www.somewhereinblog.net/blog/shafiulalamchowdhuryblog/29403120

    http://shafiul.com

Level 0

vai amar kichu dolar 99design a atke ache ami chacchi western unioner maddhome taka ante kintu 99design a country select optione bangladesh k khuje pelam na desher onek designer ra bolen oi option gulu puron na korle o somossa nei kintu ami korete giye dekhlam EROOR msg dekhay onekei naki western unione tuleche kintu ami parchina keno amar vulgulu kutay??