আপনাদের সবাই কে techunes cloud এ স্বাগতম জানিয়ে আমার tune শুরু করছি | আমি মূলত w3schools এর সম্পর্কে একটা জিনিস জানতে এই tune টি করছি | আমরা সবাই জানি যে online এ HTML ,CSS , JavaScript ,ASP , .net ও অন্যান্য web design language শিক্ষার অন্যতম website হলো w3schools | w3schools এ বিশের বিভিন্ন ভাষায় support থাকলে ও বাংলা ভাষা নেই | তাই আমরা কয়েকজন বন্ধু যখন web design শিখছিলাম তখন এর কিছুটা বাংলায় অনুবাদ করি, নিজেদের বুঝের সুবিধার জন্য | যেমন HTML ,XHTML, CSS , JavaScript . এখন আমরা চাচ্ছি আমাদের যে কষ্ট করতে হয়েছে তা যাতে অন্য কারো করতে না হয় | তাই আমরা চাচ্ছি একটি website খুলে আমাদের অনুবাদিত এবং ধীরে ধীরে পুরো website বাংলায় অনুবাদ করতে | আমি মূলত জানতে চাচ্ছি এটি কি আইনত অপরাধ হবে কি না? w3schools এর কাছ থেকে কোনরূপ অনুমতি নেয়ার দরকার আছে কি না? এবং আগে থেকেই এই কাজ শুরু করছে কি না?
আমি তালপাতার সিপাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MSc (Statistics), University of Chittagong. Full time freelancer. Like to talk and being with my friends.
আপনারা বাংলায় অনুবাদ করলে আমার জন্য খুব উপকার হবে