w3schools বাংলায় অনুবাদ করতে চাই ?আগে থেকেই এই কাজ শুরু করছে কি না?

আপনাদের সবাই কে techunes  cloud  এ স্বাগতম  জানিয়ে আমার tune  শুরু করছি | আমি মূলত w3schools  এর সম্পর্কে একটা জিনিস জানতে  এই tune  টি করছি | আমরা সবাই জানি যে online   এ HTML ,CSS , JavaScript ,ASP , .net   ও অন্যান্য web  design  language  শিক্ষার অন্যতম website  হলো w3schools  | w3schools এ  বিশের বিভিন্ন ভাষায় support  থাকলে ও বাংলা ভাষা নেই | তাই আমরা কয়েকজন  বন্ধু যখন   web  design শিখছিলাম  তখন এর কিছুটা  বাংলায় অনুবাদ করি, নিজেদের বুঝের  সুবিধার জন্য | যেমন HTML ,XHTML, CSS , JavaScript . এখন আমরা চাচ্ছি আমাদের যে কষ্ট করতে হয়েছে  তা যাতে অন্য কারো করতে না হয় | তাই আমরা চাচ্ছি একটি website  খুলে আমাদের অনুবাদিত   এবং ধীরে ধীরে পুরো website  বাংলায় অনুবাদ করতে | আমি মূলত জানতে চাচ্ছি এটি কি আইনত অপরাধ হবে কি না? w3schools  এর কাছ থেকে কোনরূপ   অনুমতি নেয়ার  দরকার আছে কি না? এবং আগে থেকেই  এই কাজ শুরু করছে কি না?

Level 0

আমি তালপাতার সিপাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MSc (Statistics), University of Chittagong. Full time freelancer. Like to talk and being with my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনারা বাংলায় অনুবাদ করলে আমার জন্য খুব উপকার হবে

Level 0

বাংলায় অনুবাদ করলে আমরা খুব উপকৃত হব। কিন্তু যাদের সাইট টি আপনারা অনুবাদ করবেন তাদের অনুমতি কিংবা সরকারের অনুমতি লাগবে কিনা তা জেনে নেওয়াই ভাল। নইলে পরে আবার ঝামেলা হতে পারে ।

আপনার টিউনটি "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে স্থানান্তর করা হল। টেকটিউনস বান্ধব যেকোন সাহায্যের বা জিজ্ঞাসার টিউনগুলিকে "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে প্রকাশ করুন।

ভাই আপনাকে কস্ট করে আর w3schools কে বাংলা করতে হবে না google translator একন সব সাইট বাংলা করে দিচ্ছে। সুতরাং এখন w3schools দেখুন সম্পুর্ন বাংলায়।

    Use HTML headings for headings only. Don't use headings to make text BIG or bold

    শিরোনামে শুধু জন্য এইচটিএমএল শিরোনামে ব্যবহার করুন. কি টেক্সট বড় বা বোল্ড ব্যবহার শিরোনাম না

    google translate এর result. ভাই এটা এখন ও beta version এটার উপর এতটা depend করা মনে হয় ঠিক হবে না . ধন্যবাদ .

    @রুপক: google translator আপনার মামা কি হইযে এটার এড দিছেন না কোন দিন ব্যবহার করেন নি তাই বলছে? এটাতে তো ভাল বাংলা দেয় না বুঝার সুবিধার চেয়ে অসুবিধা বেশি হই।

bangla hole to kobe valo bhai eae site ta dekon programing sekar bangla site http://www.acmsolver.org/bangla/