জানি না এটা দেওয়া ঠিক হচ্ছে কিনা। তারপরও একান্ত প্রয়োজনে দিলাম। টিটিতে EAST WEST UNIVERSITY এর কোন ভাই আছেন?? থাকলে আওয়াজ দেন। খুবই দরকার। প্লিজ। বা কোন ভাই যদি ভার্সিটির কাউকে জানেন তাহলেও চলবে। আমি একটা সমস্যায় আছি। আর টিটিকে অনুরোধ প্লিজ এটা ব্যান করবেন না। কাউকে পেলে আমি নিজে ড্রাফট করে দেব।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
আমার ছোট মামা পড়েন তবে কি কারনে প্রয়োজন তা না জেনে আমি আপনাকে তার এড্রেস দিবো না ।