আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।
টিভি চ্যানেলে তো অনেক ধরনের এড দেয়। আপনি কোন ধরনের এডের কথা বলছেন? আপনি যদি এনিমেশন বা কার্টুন দিয়ে এড বানাতে চান তাহলে আপনি 3D Max দিয়ে বানাতে পারেন। কিন্তু এর কাজ বেশ জটিল টাইপের। এক্ষেত্রে আপনি Ulead Media Studio নামক সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন। এটি বেশ সহজ এর দ্বারা মোটমোটি ভালভালবেই ভিডিও এডিটিং এর কাজ করা যায়। বাজারে এটি কিনতে পাওয়া যায়। http://www.entropy-art.com/mediastudio8/Media%20Studio%20Pro%208/media_Studio_8.zip এখনে কিছু টিউটরিয়াল পাবেন।
এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। আপনার মেনুবারের বাংলা লেখাগুলো বেশ ছোট , তাই না? আপনি প্রথমে http://www.omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf এখান থেকে ফন্টটি ডাউনলোড করুন। তার পর একে start menu>Control Panel> Font এ গিয়ে কপি করুন। এবার ডেক্সটপের যে কোন খলি জায়গায় ডান ক্লিক করে Properties এ যান। এখানের Appearance ট্যাবে ক্লিক করুন। এবার Advanced বাটনে ক্লিক করুন। এবার Item নামক কম্বো বক্স থেকে Menu বাছাই করুন। এখন Font এর থেকে SolaimanLipi বাছাই করুন।এবার Font এর পাশাপাশি Size থেকে ইচ্ছামত বড় করুন। সবিশেষে OK ক্লিক করে বেরিয়ে আসুন। দেখবেন লেখাগুলো বড় হয়ে গেছে।
যদি লেখাগুলোকে ইংরেজী করতে চান তবে এর ইংরেজী ভার্সান নামাতে হবে।এটা এখান থেকে নামাতে পারেন http://download.openoffice.org/ ।