এড বানানো যারা জানেন তারা আমাকে সাহায্য করুনতার সাথে আমার Openoffice এর সাহায্য করুন

আমাকে কেউ সাহায্য করবেন আমার বিভিন্ন টিভি চেনেইলে যে সাব এড দেখায় সে গুলো কিভাবে বা কি সফটওয়্যার দিয়ে বানায় আমাকে কেউ বলবেন আমার খুব উপকার হবে। আমি তার কাছে আজীবন কৃতঘ্ন থাকব। আমার ইমেইল নং [email protected] দয়া করে আমাকে সাহায্য করুন।


Level 2

আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিভি চ্যানেলে তো অনেক ধরনের এড দেয়। আপনি কোন ধরনের এডের কথা বলছেন? আপনি যদি এনিমেশন বা কার্টুন দিয়ে এড বানাতে চান তাহলে আপনি 3D Max দিয়ে বানাতে পারেন। কিন্তু এর কাজ বেশ জটিল টাইপের। এক্ষেত্রে আপনি Ulead Media Studio নামক সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন। এটি বেশ সহজ এর দ্বারা মোটমোটি ভালভালবেই ভিডিও এডিটিং এর কাজ করা যায়। বাজারে এটি কিনতে পাওয়া যায়। http://www.entropy-art.com/mediastudio8/Media%20Studio%20Pro%208/media_Studio_8.zip এখনে কিছু টিউটরিয়াল পাবেন।

এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। আপনার মেনুবারের বাংলা লেখাগুলো বেশ ছোট , তাই না? আপনি প্রথমে http://www.omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf এখান থেকে ফন্টটি ডাউনলোড করুন। তার পর একে start menu>Control Panel> Font এ গিয়ে কপি করুন। এবার ডেক্সটপের যে কোন খলি জায়গায় ডান ক্লিক করে Properties এ যান। এখানের Appearance ট্যাবে ক্লিক করুন। এবার Advanced বাটনে ক্লিক করুন। এবার Item নামক কম্বো বক্স থেকে Menu বাছাই করুন। এখন Font এর থেকে SolaimanLipi বাছাই করুন।এবার Font এর পাশাপাশি Size থেকে ইচ্ছামত বড় করুন। সবিশেষে OK ক্লিক করে বেরিয়ে আসুন। দেখবেন লেখাগুলো বড় হয়ে গেছে।
যদি লেখাগুলোকে ইংরেজী করতে চান তবে এর ইংরেজী ভার্সান নামাতে হবে।এটা এখান থেকে নামাতে পারেন http://download.openoffice.org/

    আমি আসলে এড মানে অনেক এডএ দেখি পূর্নে প্যাকেট কে নানা ভাবে ঘুরাচ্ছে যে গুলো। আর এই সব উত্তর দাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইংরেজী ভার্সনে কি বাংলা বানান ভুল ধরবে।

    আপনি প্যাকেটকে ঘুরাতে চান।একেই এনিমেশন বলে। এজন্ই 3D MAX শিখতে হবে। কিন্তু এটা বেশ শক্ত কাজ । অনেক মানুষের মাথা ঘুরিয়ে যায় । তবু চেষ্ট করে দেখতে পারেন।

3D MAX না কি 3D STUDIO MAX

আমার কাছে অনেক দিন থেকে আছেতো সেটাপ হয়না আমার আমাকে একটা সংগ্রহ করছি আমি তার পর তার পিছে লাগবো। আপনাকে অনেক ধ্যনবাদ আমাকে সাহায্য করার জন্য।

final cut pro

    windows এর লিংকটা দেন আমার খুব উপকার হবে। আমি খুজঁ লামতো সব mac.

Level 0

Final Cut Only for Mac. Nor for windows.