আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটাই আমার কামনা।মূল কথায় আসি গতকাল National University এর result দিয়েছে (Honours 1st year 2009 ) আপনারা সবাই জানেন কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত result দেখতে পারিনী । যখনই national university web site এ প্রবেশ করতে যাই তখন এই Service Temporarily Unavailable লেখা আসে । এর কারন এবং এই অবস্থায় web site এ প্রবেশ করা যাবে কিনা ।সমাধান চাচ্ছি ধন্যবাদ
ভাই Avro এর ফুল ব্যবহার যদি কেউ জানেন please জানাবেন।
আমি আরিফ বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখে মনে হলআপনার রেজাল্টটা জানা জরুরী। কিন্তু সইটটি নষ্ট হয় গেছে।
সবচেয়ে সহজ হবে যদি আপনি ছোট্ট একখানা লাফ দিয়ে এই লিংকে চলে যান: http://webcache.googleusercontent.com/search?q=cache:LOIyHlOMK-EJ:www.nu.edu.bd/result.php (গুগলের সংরক্ষিত পেজ)। অথবা গুগলে গিয়ে National University result লিখে ছার্চ করুন। তারপর National Universityএর লিংকের পাশে Cached লেখা লিংকে ক্লিক করুন।আশা করি পেয়ে যাবেন।
আপনার দ্বিতীয় কথায় আসি। Avro এর ব্যবহার লিখে খামাখো সময় নষ্ট না করে Avro এর পিডিএফ ফইল পড়ে নিন। এটা পাবেন Program Files\Avro Keyboardএ গিয়ে ।এখানে সব কিছু বিস্তারি লেখা আছে।