মাদারবোর্ড আর প্রসেসর এর তথ্য চাই

নতুন একটি GIGABYTE এর মাদারবোর্ড (৪-৫ হাজারের মধ্যে) এবং নতুন একটি AMD এর প্রসেসর (৪-৫ হাজারের মধ্যে) কিনতে চাচ্ছি যাতে অন্তত NFS Most Wanted টাইপ এর গেমস চালানো যাবে, DDR3 র‍্যাম এর স্লট থাকবে, মোটামোটি ভালো গ্রাফিক্স থাকবে।

হার্ড ডিস্ক কোন কোম্পানিরটা ভালো সার্ভিস দেয় জানাবেন?

কোন মডেল এর মাদারবোর্ড এবং কোন মডেল এর প্রসেসর কেনা যায় একটু  পরামর্শ দিতে পারবেন কেউ?

Level 0

আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি তো উল্লেখই করে দিয়েছেন যে গিগাবাইটের আর এএমডি কিনবেন। দেখুন যেটা কিনে সার্ভিস আর সাপোর্ট ভালো পাবেন সেটাই নিন। নাইম ভাইএর লিঙ্ক টা দেখতে পারেন 😳

    Level 0

    শাওন ভাই, আপনি কি মনে করেন আপনার তথ্যবহুল পোস্ট আমার মুখস্ত হয়ে যায় নাই…সেই কবে…
    ঘাটাঘাটি করার ক্ষমতা নাই। আমায় আপনি পারলে মডেল স্পেসিফিক করে জানান…উপকার হবে।

    আমার মনে হয় গিগাবাইটের H57 বা H67 চিপসেটের মাদারবোর্ড আর কোর সিরিজের প্রসেসর নেওয়া ভালো। কোর আই ৫ বা ৭ নিতে পারেন। নিলে অবশ্যই ৪ বা ৬ কোর ওয়ালা নিয়েন। তবে ৪/৫ হাজারের মাঝে প্রসেসর কিনলে সেটা কোর ২ ডুয়ো অথবা এএমডির ২ কোর ওয়ালা প্রসেসর নিতে হবে। পরে আপনি ভালো প্রসেসর যেমন কোর আই ৭ লাগাতে পারবেন না। আর NFSMW টাইপ গেইম সাধারণ পিসিতেই খেলা যায়। ভালো হয় একটা কার্ড কিনে নিন, পিসি আপডেট করলেও কার্ড নিয়ে ঝামেলা থাকবেনা।

    Level 0

    নিশ্চিন্ত মনে এবার কিনতে যাবো…ধন্যবাদ ভাই