গত কয়েক দিন আগে আমি টিটি তে এই পোষ্টটি দেখতে পাই।
""কম্পিউটার যারা ব্যবহার করেন তারা অবশ্য অটোরান সমস্যার সাথে কম-বেশি পরিচিত। এ্রর আক্রমণে যে সমস্যা হয় তা অত্যান্ত বিরক্তিকর। কোন ড্রাইভে ডাবল ক্লিক করলে উক্ত ড্রাইভ খোলে না আর অটোরান মেনু আসে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাত্র এক লাইনের কোড ব্যবহার করুন। আর এক নিমিষেই শেষ অটোরান ভাইরাস। নিচের মতো করুন।
• § প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যান।
• § এবার cmd লিখে এন্টর করুন। তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
• § এবার নিচের কোডটি লিখুনঃ
del c:\autorun.*/f/s/q/a
• তারপর এন্টার দিন।
• § তাহলে ফাইল মুছা শুরু হবে, এবার আবার নিচের লাইনটি লিখুনঃ
del d:\autorun.*/f/s/q/a
• তারপর এন্টার দিন।
• § এখানে দেখুন C এবং D লিখলাম। এখানে C ও D হচ্ছে ড্রাইভ লেটার। আরেকটা কথা del শব্দটির পর এটা স্পেস দিয়ে ড্রাইভ লেটার লিখবেন।
সর্বশেষ আপনার সিস্টেমটি রিস্টার্ট করুন। এখন দেখবেন অটোরান সমস্যা নেই।""
আজকে আমি চেষ্টা করছিলাম যে এইভাবে আমার পিসি থেকে সব অটোরান ভাইরাস গুলোকে মুছে দিব। সেই উদ্দেশ্যে আমি কাজও শুরু করি। কিন্তু যখন আমি এই কাজটা সম্পন্ন করলাম তখন আমি দেখলাম যে আমার পিসি তে আর কোন ফাইল নেই। সব কেন যেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আমার পিসিতে খুবই জরুরী ফাইল ছিল, যা ছাড়া বলতে গেলে আমি অচল। আজকাল তো অনেক ফাইল রিকভারী সফটওয়্যার পাওয়া যায়। আমার প্রশ্ন হল, আমি কী আমার ফাইল গুলোকে ফেরত পাবো। যদিওবা পাই কিভাবে? প্লিজ কেঊ আমাকে সাহায্য করেন।ধন্যবাদ।
আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।
এভাবে না জেনে কমান্ড নিয়ে কাজ করবেন না। অটোরান মোছার জন্য আরো ভালো সমাধান আছে।
আপনি কোন ড্রাইভ ফরম্যাট করবেন না। কোন ফাইল ওই ড্রাইভ গুলায় রাখবেন না। এবার http://www.piriform.com/recuva/download এখানে যেয়ে ছোট্ট সফটওয়্যার টা ডাউনলোড দিন। ইন্সটল করুন। তারপর ওপেন করে "All drive" সিলেক্ট করে রিকোভার বাটনে ক্লিক করুন। দেখুন কি কি ফাইল পাচ্ছেন। যা যা পেলেন, সেগুলা সি অথবা কোন পেন ড্রাইভ এ নিয়ে নিন।