আমি নকশিকাথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে কিছুই বলার নাই
আপনার সমস্ত ডেক্সটপ এর শট দিতে চাইলে কী বোর্ডে PrintScr বাটনে ক্লিক করুন। এবার Paint এ যান। Ctrl + V চাপুন। দেখুন ডেক্সটপ এর ছবি চলে এসেছে। আর নির্দিষ্ট উইন্ডো এর শট নিতে চাইলে সেই উইন্ডো অ্যাকটিভ করে Alt + PrintScr চাপুন। একইভাবে পেইন্ট এ যেয়ে পেস্ট করুন। ছবিটা চলে আসবে। তারপর ইচ্ছামত ফরম্যাট এ সেভ করে নিন।