স্ক্রীন শট বিষয়ক

টেকটিউনসে  আমি নতুন।যদিও পাঠক হিসাবে টেকটিউনসের সাথে প্রায় বেশকিছুদিন যাবত আছি এবং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি,এখনো শিখে যাচ্ছি।একটা বিষয়ে আমি বেশ সমস্যায় পড়ছি সেটা হল স্ক্রীন শট কিভাবে দিতে হয় জানি না । দয়া করে টেকি ভাইরা সাহায্য করুন প্লীজ।

Level 0

আমি নকশিকাথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে কিছুই বলার নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সমস্ত ডেক্সটপ এর শট দিতে চাইলে কী বোর্ডে PrintScr বাটনে ক্লিক করুন। এবার Paint এ যান। Ctrl + V চাপুন। দেখুন ডেক্সটপ এর ছবি চলে এসেছে। আর নির্দিষ্ট উইন্ডো এর শট নিতে চাইলে সেই উইন্ডো অ্যাকটিভ করে Alt + PrintScr চাপুন। একইভাবে পেইন্ট এ যেয়ে পেস্ট করুন। ছবিটা চলে আসবে। তারপর ইচ্ছামত ফরম্যাট এ সেভ করে নিন।

    অনেক ধন্যবাদ শাওন ভাই।এখন স্ক্রীন শট দিতে পারতেছি।