সাহায্য চাই !!! সাহায্য চাই !!! সাহায্য চাই !!!

সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নিশ্চই ভাল। আর ভাল থাকেন এটাই চাই। নিতান্তই বাধ্য হয়েই আবারো সাহা্য্যের জন্য আমার হাত দুটো আবার পেতে দিলাম আপনাদের দিকে।ল্যাপটপ তো একটা কিনেছি। উইন সেভেনের পাশাপাশি উবুন্টুও ব্যবহার শুরু করে দিয়েছি। টিএসসিতে প্রায় প্রত্যেক দিনই যেতে হয়। সমস্যা হল আমি উবুন্টুতে টিএসসি এর ইন্টারনেট কানেক্ট করতে পারছি না। যেহেতু উবুন্টুতে নতুন তাই বুঝতে পারছি না কি করব। দয়া করে সাহায্য করেন।

পুনশ্চ: আমি উবুন্টু ১১.০৪ ব্যবহার করি।

সবাই ভাল থাকবেন প্লিজ।

🙂

Level 0

আমি Nayan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jodi modem user hoye thaken, prothome mobile a sim vore mobile theke net connection nin bes easy,
ebar "Wine" install korun software center theke. Taholei sob windows soft support korbe, Ubuntu er jonno ekhono kono GP modem driver nai.
gud luck'

কমেন্টস এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সমস্যা হল আমি টিএসসি এর যে ওয়াইফাই আছে আমি তাতেই কানেক্ট হতে পারছি না। ল্যাপটপে ওয়াইফাই এর নেটওয়ার্ক দেখায় না। কি করব?