মডারেটর ও টিউনার ভাইদের কাছে একটি প্রশ্নের উত্তর চাই।

আসসালামু আলাইকুম।
মডারেটর ও টিউনার ভাইয়েরা ব্লগস্পটে আমার একটি ব্লগ আছে।সেখানে আমি টেকটিউনস এর মত বিভিন্ন বিভাগ (যেমন-ইন্টারনেট,ইলেক্ট্রনিক্স,ওয়েব ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি)
তৈরী করতে চাই যাতে ভিজিটরেরা সহজেই বিভাগ অনুযায়ী তাদের প্রয়োজনীয় পোস্ট খুজে নিতে পারে।কিন্তু আমি জানিনা কিভাবে এটা করতে হয়।
প্লিজ একটু হেল্প করেন ভাই,কিভাবে এটা করতে পারবো ?

আপনাদের সাহায্যের প্রত্যাশায় রইলাম ।

Level New

আমি রাখাল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথমে আপনি আপনার ব্লগের Design অপশনে গিয়ে Page Element রিবন -এ প্রথমে ( Add a Gadget ) ক্লিক করুন। সেখান থেকে একদম নিচের দিকে ( Labels ) add করুন । আপনার পছন্দ অনুযায়ি অপশন সিলেক্ট করে সেভ করূন । ব্যাস শেষ ।

এখন আপনার পোস্ট গুলারে কেমনে বিভাগ তৈরি করবেন ?? {(O ,o)} ?
১ – ব্লগারের Dashboard এ "" Posting "" বাটনে যান ।
২ – Posting লেখার নিচে Edit Post – এ ক্লিক করুন এবং Box আসলে Leave this page ক্লিক করূন ।
৩ – ধরা যাক আপনি Software বিভাগ তৈরি করবেন । এর জন্য আপনি যে পোস্ট software বিভাগে রাখবেন সেই গুলো সিলেক্ট করুন ।
৪ – এখন খেয়াল করে দেখুন আপনার একদম ১ম পোস্টের উপরে '' Label Action '' নামে একটি ড্রপ ডাউন মেনু আছে। এতে ক্লিক করে ''New Label '' সিলেক্ট করুন। এবং আপনার Label এর নাম দিন Software এখন OK দিন।
৫ – এখন পোস্ট গুলোর একদম নিচে "" Publish Selected '' দিন . . . কাম শেষ ।
৬ – এখন আনন্দে লাফালাফি করুন {(^_^)}. . . ইচ্চা করলে বেরাইতে আইসেন @ http://www.trizone91.blogspot.com

    Level New

    কি বুইলসেন খাইলতো ভাই……আসলেই আনন্দে লাফালাফি করতে মন চাইচ্ছে ।আপনার ব্লগটাতো দেখতেছি Xotilllllllllll !!!!!

    Level 0

    {(^v^)} ধন্যবাদ । ভালো থাকেন সুস্থ থাকেন । এটাই আশা . . .

এই টিউনটি ভাল করে পড়ে দেখুন।

https://www.techtunes.io/tutorial/tune-id/46378/

    Level New

    নিশাচর নাইম ভাই আবারও আপনার কাছে কৃতজ্ঞ ।আগেও আপনি একটা ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন।ভালো থাকুন সবসময়।