দেশের বাইরে থেকে মোবাইল আনাচ্ছি। আমার পছন্দ নোকিয়া। আসলে সিম্বিয়ান ব্যবহার করেছি বলে এটা সম্পর্কে জানি...অন্যান্য OS সম্পর্কে আমার ভালো ধারনা নাই। নোকিয়ার মদ্ধে আমার পছন্দ হলো...
Nokia C-6 (Made in Finland)
Nokia C-6-01 (Made by Nokia-China)
Nokia C-7 (Made by Nokia-China)
আমি ঠিক করতে পারছি না কোনটা ভাল হয়। নাকি আরেকটু বাড়িয়ে Nokia N8 (Made in Finland) কিনবো। নাকি SAMSUNG Galaxy র দিকে যাবো...একটু পরামর্শ দেন অভিজ্ঞ ভাইয়েরা।
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
n8 এর দিকে যখন যাচ্ছেনই তাহলে গালাক্স্যী টা কেনাই ভাল হবে। কারন সিম্বিয়ান অনেক টা পুরান অপারেটিং হয়ে গিয়েছে।নতুন এবং আধুনিক দিক দিয়ে androyed কেই এগয়ে রাখা হচ্ছে । তা ছারাও সিম্বিয়ান সেট গুলোতে configuration অনন্য একই দাম এর সেট গুলো থেকে অনেক কম থাকে। তাই আপনি androyed এর যেকোন সেট নিতে পারেন