অনেক ভিডিও কাটার সফটওয়ার ব্যাবহার করে দেখলাম,যেমন Any Video Converter,Xilsoft video cutter,power video cutter etc. কিন্তু প্রত্যেকটি ভিডিও কাটার সফটওয়ারে একই সমস্যা পাচ্ছি।তা হলো- যেখানে স্টার্ট দিচ্ছি সেখানে স্টার্ট না হয়ে হচ্ছে তার আগে বা পরে।আবার যেখানে ফিনিশ দিচ্ছি,সেখানে শেষ না হয়ে হচ্ছে তার আগে বা পরে।গত ১ মাস ধরে প্রায় ৫০টিরও বেশি ভিডিও কাটার নিয়ে ঘাটাঘাটি করেও কোন লাভ হচ্ছেনা।এমতাবস্থায় আপনাদের সরণাপন্ন হলাম,প্লিজ কারো জানা থাকলে দয়া করে একটু সাহায্য করবেন।
আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hero super player 3000 dekte paren.. mpg formet e video cut kora jay.. ami otai use kore…