সাহায্য চাই সাহায্য চাই

বিসমিল্লাহহির রহমানির রাহীম।
আসসালামু আলাইকুম । টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন । প্রথম টিউনেই সাহায্য চাইছি বলে দুঃখিত । আল্লাহ ভরসা বলে শুরু করছি ।

টেকটিউনসের সকলের কাছে সাহায্য চাই । আমার কম্পিউটার নেই । মোবাইল থেকে পোষ্ট লেখার চেষ্টা করছি । সফল হব কিনা জানিনা । ভুল হবার সম্ভাবনা ৯৯ হতে ১০০% । প্যাচাল না পেড়ে আসল কথায় আসি । আমি ৮ম শ্রেণীতে পড়ি । বর্তমান মহাজোট সরকার ঘোষনা দিয়েছে ছাত্র/ছাত্রীদের হাতে স্বল্পমুল্যের (12,000টাকায়) ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করবে । আমি একজন ছাত্র হিসাবে এর দাবীদার নই কি? এই বিষয়ে যদি কারো কোন তথ্য জানা থাকে তাহলে ; এই ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে , কোন ছাত্র/ছাত্রী পাবে , কি শর্তে পাবে , কোথায় যোগাযোগ করতে হবে - এসবসহ বিস্তারিত আমাকে জানাবেন প্লিজ । এটা জানালে উপকৃত হব॥
শেষ করার আগে বলে নিই, বানান ভুল হলে ছোট ভাই ভেবে ক্ষমা করবেন। (এটা একটা সাহায্য প্রাপ্তির পাশাপাশি পরীক্ষামূলক পোষ্ট বলা যেতে পারে । থাম্বনেইলে কি করলাম নিজেও জানিনা । মাইন্ড কইরেন না । ভার্চুয়াল লাথিগুতা খেতে প্রস্তুত আছি। তবে মনে রাখবেন , এই টিউনটি মোবাইল থেকে করা ।) খোদা হাফেজ

Level 0

আমি জি এম পারভেজ@liTu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মাতা-পিতার প্রতি কর্তব্য? বেঁচে থাকলে পালন করতে হবে। এইডস কি? বাঁচতে হলে জানতে হবে। তামাকের ক্ষতি? বাঁচতে হলে ছাড়তে হবে। মান সন্মান? বাঁচতে হলে রাখতে হবে। আসুন এসব বিষয়ে সচেতন হই ॥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লীজ হেল্প করেন