একটা ডোমেন কিনলাম। একটু দেখুনতো ঠিক আছে কিনা?

পিসি কিনলাম ৬ মাস আগে। নেট নিলাম ৪ মাস আগে। আর আজ একটা ডোমেন কিনে ফেললাম। নাম- techmaster24.com। ব্লগারে সপ্তাহ খানেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। গতকাল কি মনে হল কে জানে সাধ জাগল একটা ডোমেন কিনি। টেকটিউনে সার্চ করে এ সম্পর্কিত পোস্ট পরলাম। সবাই বলেন godaddy থেকে ডোমেন নিতে। কিন্তু godaddy তো alertpay সাপোর্ট করে না তাই খুজলাম কোথা থেকে ডোমেন নেয়া যায়। পরে http://www.web4africa.net/ থেকে কিনলাম techmaster24.com. আমার seo সম্পর্কে কোন জ্ঞান নাই, জীবনে প্রথম ডোমেন কিনলাম। বুঝতে পারছি না ঠিক করলাম নাকি ভুল করলাম। ভাইয়েরা কিছু পরামর্শ দিন। ও হ্যা কিছু প্রস্ন আছে-

  • EPP কোড কি?
  • আমি কি ডোমেন টা  ১ সপ্তাহ আগে তৈরি করা ব্লগ - techbirds.blogspot.com  এ ব্যাবহার করতে পারবো??
  • NAMESERVER টা কি জিনিস?
  • id protection সহ ১৭$। বেশি হয়ে গেল কি?
  • http://www.web4africa.net এর অ্যাকাউন্ট এ লগইন করলাম। সেখানে দেখাচ্ছে ডোমেন টা আমার। ডোমেন টা যে আমার তা বুঝার আর কোন উপায় আছে কি?
  • ডোমেনের নিরাপত্তা নিশ্চিত করব কিভাবে??
  • এই ডোমেন দিয়ে আর কি কি করতে পারি?

ভাইয়েরা হালকা একটু ভয় পাচ্ছি। বেশি পাচ্ছি না কারন আপনারা আছেন। দয়া করে কিছু বলুন। না বললেও ক্ষতি নাই ধন্যবাদ।

Level 0

আমি স্বপ্নবাজ+ jewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

''স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখাবো, প্রযুক্তিকে কাজে লাগাবো মানবকল্যাণে।'' বিবিএ পড়ছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যদি ওদের কাছ থেকে অন্য কোন রেজিস্টারে ডোমেইন ট্রান্সফার করতে চান তখন EPP প্রয়োজন হবে অথেন্টিকেশনের জন্য। এটা পাসওয়ার্ডের মতই গুরুত্বপূর্ণ। কারও সাথে শেয়ার করবেন না। তাতে ডোমেইনটা হারানোর আশংকা থাকে।
১ সপ্তাহ কেন, ১ বছর আগের সাইটেও ব্যবহার করতে পারবেন।
আপনি যাদের হোস্টিং ব্যবহার করবেন তারাই এটা প্রোভাইড করবে। যদি ব্লগারে ব্লগ হোস্ট করেন তবে ওরা এটা দিবে না। তখন আপনাকে আলাদা করে ডিএনএস হোস্টিং খুজতে হবে। সাধারণত ডোমেইন রেজিস্টারগুলোই ফ্রীতে তাদের ডোমেইনের জন্য ডিএনএস হোস্টিং দিয়ে থাকে। কিছু রেজিস্টার বাইরের ডোমেইনের জন্যও দেয়। যেমন নেমচীপ।
আইডি প্রোটেকশন সহ ১৭ ডলার আসলেই একটু বেশি হয়ে গেছে। নেমচীপ থেকে কিনি, প্রথমবছর ৯ ডলারে, আর পরে ১০ ডলার করে। এডঅন হিসেবে আইডি প্রোটেকশন সবসময়ই ফ্রী। আর বাড়তি কিনতে চাইলেও ২ ডলার পরে।
যেহেতু আইডি প্রোটেক্ট করা, সেহেতু আর বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে ডোমেইনটা আপনার কিনা।
নিরাপত্তার জন্য ডোমেইনটা লক করে রাখাই ভালো। তাতে সহজে ব্যাকডোর দিয়ে ডোমেইন বের করা যাবে না।
ডোমেইনে সাইট রাখার পাশাপাশি নিজস্ব ইমেইলও ব্যবহার করতে পারেন। যেমন আমার ইমেইল আইডিঃ alamin (@) iBabar.com
কোনকিছু বুঝতে সমস্যা হলে বলতে পারেন।

    ১. হ্যা। অন্য যে কোন প্রতিষ্ঠান। (তবে গোড্যাডি আমার দুনিয়ার অপছন্দের একটা জিনিস)।
    ২. যদি এটা অটো সেট করা থাকে তাহলে আর সমস্যা নাই। এখন ওদের প্যানেল থেকে প্রয়োজনীয় A রেকর্ড এবং CNAME রেকর্ড কনফিগার করে নিন। তারপর ডোমেইনটা ব্লগারে এড করে ফেলুন।
    ৩. আসলে এটা সম্পর্কে আমার নিজেরও পরিষ্কার ধারণা নেই। মানে জিনিসটা কিভাবে কাজ করে সেটা। তবে কিছু কিছু সাইট থেকে এইভাবে অন্যের ডোমেইন কেনা যায়।

    আমার ডোমেইনটা নেমচিপ বা গোড্যাডিতে ট্রান্সফার করা যাবে যেটা আপনি ঠিক করে দিয়েছিলেন?

    ট্রান্সফার করা যাবে, তবে ওই EPP কোডটা লাগবে। আর ট্রান্সফার চার্জ লাগবে। ওটাও কম না। ৭-৮ ডলার পড়ে।

    Level 0

    বাবর ভাই আপনার সাহায্য দরকার আমার।আপনি প্লিজ আমাকে fb তে add দেন। http://www.facebook.com/dweep08 আথবা আপনার কোন একটা way বলেন প্লিজ।ভাল থাকবেন।

    @dweep08
    ফেসবুকের মেজেস চেক করেন।

Level 0

স্বপ্নবাজ ভাই অনেক অভিনন্দন। নতুন ডোমেইন কিনেছেন এখন নিশ্চইন ব্লগস্পট এ সেটা এড করবেন বা ফ্রি হস্টিং খুজবেন। ফ্রি হস্টিং এ কাজ করে কখনই ভালো ফল পাবেন না। ভিজিটর বেশী হলেই হস্টিং ব্যান্ড করে দেয়। বহু ঝামেলা হয়। কষ্ট করে একটা হস্টিং কিনে নেন।
রিসেন্টলি আমি একটা ভি.পি.এস সার্ভার কিনেছি। যদি আপনার হস্টিং লাগে তাহলে আমাকে জানান। আমি ১ GB স্পেস আর ২০ gb ব্যান্ড ওয়াইড মাত্র 1000 টাকায় দেব।
যদি লাগে তবে ০১৭১৭১৩৫৫৩১ এ ফোন দিন। ধন্যবাদ

আমি আমার ভিপিএস দিয়া খালি মুভি নামাই 😛 গতমাসে ৭৬ গিগা ট্রান্সফারকরছি বিলাইর কানেকশন দিয়া। 😉

Level 0

@ বাবর ভাই, আপনি হয়ট জানেন যে Education Ministry হতে সব Educational Institute কে বলেছে website খুলতে। এখন বলেন কেমন করে খোলা যায়? কত খরছ পড়বে? কি করতে হবে, একে বারে আদ্যপানত্য।

    খরচ নির্ভর করে একান্তই নিজের উপর। আর খুব একটা বেশি না।
    প্রথমে ডোমেইনঃ .com বা .org নিলে ৭০০ টাকায়ই পেয়ে যাবেন ১ বছরের জন্য। আর যদি .com.bd বা .org.bd নেন তবে প্রথমে ১৫০০ টাকা খরচ হবে, দুই বছরের জন্য।
    দুই হোস্টিং, শুরু করার জন্য আমার মনে হয় না ১০০-২০০ মেগার বেশি হোস্টিং দরকার হবে। মোটামুটি মানের হোস্টিংয়ের জন্য ২০০ মেগার জন্য ২০০ টাকাই যথেষ্ট। আর একটু ভালো চাইলে আরও ১৫০-২০০ টাকা যোগ করতে পারেন বাজেটে।
    তিন সাইট ডিজাইনঃ এটা যদি নিজে করেন তাহলে একেবারেই জিরো কস্টে করতে পারবেন। আর যদি না পারেন তাহলে কোন ডিজাইনারকে কিছু পয়সা দিয়ে করিয়ে নিতে পারেন।

বাবর ভাই আমার ও আপনাকে খুব ই দরকার প্লিজ আমার ফেসবুকে add করেন । প্লিজ প্লিজ প্লিজ……
http://www.facebook.com/rashedhsn প্লিজ ।

বাবর ভাই প্লিজ আমাকে অ্যাড করুন http://www.facebook.com/rahul.hasan.71?ref=tn_tnmn