পিসি কিনলাম ৬ মাস আগে। নেট নিলাম ৪ মাস আগে। আর আজ একটা ডোমেন কিনে ফেললাম। নাম- techmaster24.com। ব্লগারে সপ্তাহ খানেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। গতকাল কি মনে হল কে জানে সাধ জাগল একটা ডোমেন কিনি। টেকটিউনে সার্চ করে এ সম্পর্কিত পোস্ট পরলাম। সবাই বলেন godaddy থেকে ডোমেন নিতে। কিন্তু godaddy তো alertpay সাপোর্ট করে না তাই খুজলাম কোথা থেকে ডোমেন নেয়া যায়। পরে http://www.web4africa.net/ থেকে কিনলাম techmaster24.com. আমার seo সম্পর্কে কোন জ্ঞান নাই, জীবনে প্রথম ডোমেন কিনলাম। বুঝতে পারছি না ঠিক করলাম নাকি ভুল করলাম। ভাইয়েরা কিছু পরামর্শ দিন। ও হ্যা কিছু প্রস্ন আছে-
ভাইয়েরা হালকা একটু ভয় পাচ্ছি। বেশি পাচ্ছি না কারন আপনারা আছেন। দয়া করে কিছু বলুন। না বললেও ক্ষতি নাই ধন্যবাদ।
আমি স্বপ্নবাজ+ jewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 142 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
''স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখাবো, প্রযুক্তিকে কাজে লাগাবো মানবকল্যাণে।'' বিবিএ পড়ছি।
আপনি যদি ওদের কাছ থেকে অন্য কোন রেজিস্টারে ডোমেইন ট্রান্সফার করতে চান তখন EPP প্রয়োজন হবে অথেন্টিকেশনের জন্য। এটা পাসওয়ার্ডের মতই গুরুত্বপূর্ণ। কারও সাথে শেয়ার করবেন না। তাতে ডোমেইনটা হারানোর আশংকা থাকে।
১ সপ্তাহ কেন, ১ বছর আগের সাইটেও ব্যবহার করতে পারবেন।
আপনি যাদের হোস্টিং ব্যবহার করবেন তারাই এটা প্রোভাইড করবে। যদি ব্লগারে ব্লগ হোস্ট করেন তবে ওরা এটা দিবে না। তখন আপনাকে আলাদা করে ডিএনএস হোস্টিং খুজতে হবে। সাধারণত ডোমেইন রেজিস্টারগুলোই ফ্রীতে তাদের ডোমেইনের জন্য ডিএনএস হোস্টিং দিয়ে থাকে। কিছু রেজিস্টার বাইরের ডোমেইনের জন্যও দেয়। যেমন নেমচীপ।
আইডি প্রোটেকশন সহ ১৭ ডলার আসলেই একটু বেশি হয়ে গেছে। নেমচীপ থেকে কিনি, প্রথমবছর ৯ ডলারে, আর পরে ১০ ডলার করে। এডঅন হিসেবে আইডি প্রোটেকশন সবসময়ই ফ্রী। আর বাড়তি কিনতে চাইলেও ২ ডলার পরে।
যেহেতু আইডি প্রোটেক্ট করা, সেহেতু আর বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে ডোমেইনটা আপনার কিনা।
নিরাপত্তার জন্য ডোমেইনটা লক করে রাখাই ভালো। তাতে সহজে ব্যাকডোর দিয়ে ডোমেইন বের করা যাবে না।
ডোমেইনে সাইট রাখার পাশাপাশি নিজস্ব ইমেইলও ব্যবহার করতে পারেন। যেমন আমার ইমেইল আইডিঃ alamin (@) iBabar.com
কোনকিছু বুঝতে সমস্যা হলে বলতে পারেন।