মানবিক সাহায্যের আবেদন

আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক সমস্যার কারনে আমার পড়াশোনা বারবার বিঘ্নিত হয়েছে। প্রচন্ড ইচ্ছা থাকা সত্তেও পড়াশোনা বাদ দিয়ে আমাকে কাজ করতে হয়েছে কারন আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি অনেকবার পড়াশোনা করার চেষ্টা করেছি কিন্তু শেষপর্যন্ত আমাকে আবার কাজে ফিরে যেতে হয়েছে। বর্তমানে আমি খুলনার একটি প্রাইভেট পলিটেকনিকে ডিপ্লোমাতে ভর্তি আছি। কিন্তু বরাবরের মতই পড়াশোনা বাদ দিয়ে কাজ করছি।

আমার কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, নেটওয়ারকিং, টেলিকমুনিকেশন ইত্যাদি ক্ষেত্রে যতটুকু জ্ঞান আছে তা দিয়ে ভাল কোন প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা আমার আছে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা না থাকার কারনে তা সম্ভব হয়না। জীবিকার প্রয়োজনে আমাকে তাই বিভিন্ন দোকানে কাজ করতে হয়। আর এটাই আমার সবথেকে বড় সমস্যা। কারন এসব দোকানে ডিউটি টাইম অনেক বেশি। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করতে হয়। তাই ইচ্ছা থাকলেও কলেজ যাওয়া ক্লাস করা আমার পক্ষে সম্ভব হয়না।

আর এজন্ন্যেই আপনাদের কাছে আসা। আমি জানি এখানে অনেকেই আছেন যারা হয়ত ইচ্ছে করলে আমার এই সমস্যার সমাধান হতে পারে। আমার সংসার খরচ বেশি নয়, ছয়-সাত হাজার টাকা। আপনারা আমাকে সহায়্তা করলে আমি হয়ত আবার আমার শিক্ষা জীবনে ফিরে যেতে পারব।

যদি কেউ আমাকে কিছু পার্টটাইম কাজ দেন অথবা ঋণ হিসেবে হলেও নিয়মিত ভাবে কিছু অর্থের জোগান দেন তবে আমার খুব উপকার হয়। আমি দেশের যেকোনো জায়গায় গিয়ে কাজ করার জন্য প্রস্তুত আছি। আমি কম্পিউটারের যেকোনো সমস্যার সমাধান, নেটওয়ারকিং, বিভিন্ন সিকিউরিটি পণ্য যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা আইপি ক্যামেরা ইত্যাদি ইন্সটলেশন ও মেরামত সহ সকল প্রকার আইটি সেবা কাষ্টমার সাপোর্ট টেলিকমুনিকেশন ইত্যাদি সকল বিষয়ে কাজ করতে পারব।

আমি আপনাদের সবার সহায়তা কামনা করছি।

আমার সেল নাম্বার +৮৮-০১৮১৯৭০৪০৮৭

আমার ইমেইল [email protected]

Level 0

আমি মোস্তফা আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man. Who have no identity.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম এক বছর আগে এরকম একটা হতাশ জনক টিউন করেছিলেন। https://www.techtunes.io/roundup/tune-id/24445/ আপনার হতাশা কি এখনো কাটে নি.? 🙁 কি আর বলব আপনার জন্য সত্যিই দুঃখিত 🙁
দক্ষতা +পরিশ্রম+ আত্নবিশ্বাস থাকলে আপনি সফল হবেন।

আপনি সফল হবেন।

Level 0

আপনার চেষ্টা অব্যাহত রাখুন। আপনি সফল হবেন।

Level 0

ভাই আপনি Regular Job Portal গুলো ঘটেন… ঐখানে প্রায় সময় ই অনেক Job এ শিক্ষাগত যোগ্যতা তেমন একটা দেখে না.
আর আমার পরিচিত এমন কিছু থাকলে আমি আপনাকে সাহায্য করতাম. যদি কিছু পাই আপনাকে জানাবো.