একটু সাহায্য করবেন কি?

আমি একজন সাধারন মানের ইন্টারনেট কানেকশন ব্যবহারকারী। আমার ডাউনলোড স্পীড গড়ে ২২ কেবি/সেকেন্ড। আমি ডাউনলোডার হিসেবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি যখন ইউটিউব থেকে কোনো বড় ফাইল ডাউনলোড করি তা পুরোপুরি সম্পন্ন হয় না। যেমনঃ ধরুন, আমি ইউটিউব থেকে ৭০০ মেগা বাইটের একটা ফাইল ডাউনলোড হতে দিলাম। সেটা যখন ৫০% সম্পন্ন হয় তখন দেখা যায় যে ডাউনলোড বন্ধ হয়ে যায়। বিশেষ করে যখন ৪০০-৪৫০ মেগাবাইট ডাউনলোড হয়ে যায় তখন ই বন্ধ হয়ে যায়। এখন আমি কি করতে পারি।আমার পক্ষে তো আর বেশী স্পীড সম্পন্ন ইন্টারনেট কানেকশন ব্যবহার করা সম্ভব নয়। তাই আমি সকল টিঊনার ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাকে একটু সাহায্য করার জন্য। প্লীজ আপনার গুরুত্তপূর্ণ টিপস পারে আমাকে উদ্ধার করতে।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni IDM er scheduler option a jeye download limits a check kore dekhen tik mark deya achey kina.thanke seta off kore din.asa kori kaj hobey.R download korbar somoy resume support kore amon site theke download korun.

বুঝেছি। খুবই সহজ কাজ এটা। যা যা করবেন –

ডাউনলোড বন্ধ হয়ে যাওয়ার পর IDM এ যান।

যে ফাইল টা ডাউনলোড হতে যেয়ে আটকে গেছে সেটায় রাইট ক্লিক করে Refresh download address দিন। তাহলে ইউটিউব এর যে পেজ থেকে ডাউনলোড শুরু করেছিলেন সেখানে নিয়ে যাবে আপনাকে।

তারপর যে ভিডিও ক্লিক করায় ডাউনলোড শুরু হয়েছিল সেটায় ডাউনলোড উইথ DIM দিন। তাহলে New download address থেকে আটকে যাওয়া স্থান থেকে ডাউনলোড শুরু হবে। মনে রাখবেন এই কাজ করার সময় DIM এর Stop waiting নামের উইন্ডো থাকবে যেটা ক্লোজ করে দিবেন না। অন্য ফাইল এ ডাউনলোড দিবেন না।

    Level 0

    Vai Amar Net Speed O Ake. Amar Kase 1 Ta Soft Ache Download Accelerator Name Aeta Ke Download Er Speed Sotte Bariye Day ?…

    সার্ভার আপনার জন্য যতটুকু বরাদ্দ দিয়েছে তার বেশী পাবেন না কখনোই।

আপনার কাছে আমার প্রশ্ন আপনি কোন সাইট থেকে ডাউনলোড করার সময় এই রকম ঝামেলায় পড়েন। সাধারণত কোন সমস্যা হলে শাওন ভায়ের পরামর্শ খুব কাজের।

Amar kase "down them all" name akta soft ar link ase.ata mozila te kaj kore.seta use kore dekte paren kaj hole o hote pare.

Level 0

সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শাওন ভাই, শরীফ ভাই ও আমিনুল ভাইয়ের প্রতি। খুব সুন্দর টিপস। আশা করি কাজে লাগবেই।কারন আপনাদের মত টপ টিউনার রা কখনই ভুল সাজেশন দেন না। আর আমি ইউটিউব থেকে ডাউনলোড করার সময় এই ঝামেলায় পড়ি।

Level 0

আমার কাজ হয়ে গেছে। শরীফ ভাই ও শাওন ভাই দুই জনের টিপস ই কাজে লেগেছে।ধন্যবাদ।কৃতজ্ঞ থাকলাম।