আমি একজন সাধারন মানের ইন্টারনেট কানেকশন ব্যবহারকারী। আমার ডাউনলোড স্পীড গড়ে ২২ কেবি/সেকেন্ড। আমি ডাউনলোডার হিসেবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি যখন ইউটিউব থেকে কোনো বড় ফাইল ডাউনলোড করি তা পুরোপুরি সম্পন্ন হয় না। যেমনঃ ধরুন, আমি ইউটিউব থেকে ৭০০ মেগা বাইটের একটা ফাইল ডাউনলোড হতে দিলাম। সেটা যখন ৫০% সম্পন্ন হয় তখন দেখা যায় যে ডাউনলোড বন্ধ হয়ে যায়। বিশেষ করে যখন ৪০০-৪৫০ মেগাবাইট ডাউনলোড হয়ে যায় তখন ই বন্ধ হয়ে যায়। এখন আমি কি করতে পারি।আমার পক্ষে তো আর বেশী স্পীড সম্পন্ন ইন্টারনেট কানেকশন ব্যবহার করা সম্ভব নয়। তাই আমি সকল টিঊনার ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাকে একটু সাহায্য করার জন্য। প্লীজ আপনার গুরুত্তপূর্ণ টিপস পারে আমাকে উদ্ধার করতে।
আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।
apni IDM er scheduler option a jeye download limits a check kore dekhen tik mark deya achey kina.thanke seta off kore din.asa kori kaj hobey.R download korbar somoy resume support kore amon site theke download korun.