EDGE মডেম দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট সংযোগের ব্যপারে একটু সাহায্য চাচ্ছি!

অনেকদিন আগে টিটিতে একটি টিউন পেয়েছিলাম।যে, জিপির মডেম দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট চালানোর ব্যাপারে।আমার কম্পিউটার এবং নেটবুকে একসাথে ইন্টারনেট চালাতে চাই।ল্যান লাইনের মাধ্যমে হবে কিন্তু বড় সমস্যা হল জিপি, বাংলালিংক, রবি এরা সবাই শেয়ার আই.পি আমদেরকে দেয়।এজন্য প্রত্যেক লগ-ইন এ আই.পি পরিবর্তন হয়। এই ব্যাপারে একটা টিউন পেয়েছিলাম কিন্তু সেটা এখন পাচ্ছিনা।দয়া করে আমকে সেই টিউনটা কেউ খুজেদিন অথবা আমার সমস্যার সমাধান কেউ করে দিন।এই ব্যাপার খানা নিয়ে অনেক ফ্যাসাদের মধ্যে আছি। প্লিজ হেল্প মি!!!

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটাতেই স্পীড পাই না আর আপনি একাধিক কম্পিউটার এ চালায়ে কি করবেন >:o

সেটা ব্যাপার না। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যান, EDGE Modem এ রাইট ক্লিক করে Share this internet connection এ ক্লিকায়া বের হয় আসুন। দেখবেন ল্যানে যুক্ত অন্য পিসি তে ইন্টারনেট পাওয়া যাবে। এটা শুধু এজ মডেম না, ওয়াইম্যাক্স, ওয়াইফাই এর ক্ষেত্রেও হয়।

    vi apni mone hoy apni tune ta thik moto poren ni….
    r proxy er akta bapar ase vi. ami setar bapare jante chacci…

    তাহলে দুঃখিত আমি ভুল বুঝেছি। আমি উইন্ডোজ ৭ এ কোন প্রক্সি বা আইপি সেট-আপ না করেই শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করি। এমনকি মাঝে মাঝে উইন্ডোজ এ মডেম লাগিয়ে লিনাক্স এও ব্যবহার করি। দুঃখিত আবারো 😳

    শাওন ভাই ব্রডব্যান্ড এবং বিটিসিএল কানেকশন কি এভাবে শেয়ার করা যায়? আমি গ্রামীন দিয়ে ২টা পিসিতে ১কই সাথে নেট চালাতে পারি। কিন্তু ব্রডব্যান্ডের লোকেরা বলছে কোন ভাবেই এরকম শেয়ার করতে পারবনা, তাদের কাছ থেকে রাউটার কিনে তা কনফিগার করে নিতে হবে। কিন্তু আমি ব্রডব্যন্ড অথবা বিটিসিএল রাউটার ছাড়া কয়েকটা পিসিতে চালাতে চাই। এটা কি সম্ভব?

    মিঃ ডন, বাংলালায়ন মডেম কেনার সময়ও তারা বলেছিল যে ইউএসবি মডেম এ শেয়ার করা যাবেনা। শেয়ার করতে হলে ৩০০০ টাকা দিয়ে ওয়াইফাই মডেমটা নিতে হবে। আমি কিন্তু পিচ্চি ইউএসবি মডেম দিয়েই শেয়ার করে ব্যবহার করি। যেই কানেকশানই হোক না কেন, উইন্ডোজ এ নেটওয়ার্ক সেন্টারে সেইটার প্রোপার্টিজে "শেয়ার দিস কানেকশান" থাকেই। তাই শেয়ার করা যায়।

    আমি বিটিসিএল এর কানেকশান ব্যবহার করিনি, অনেক আগে ডায়াল আপ এ করতাম। তবে এডিএসএল একটু আলাদা। আপনি ছোট্ট একটা পরীক্ষা করতে পারেন। কিছু টাকা খরচ করে ক্রসওভার কেবল কিনেন। তারপর বিটিসিএল বা ব্রডব্যান্ড যুক্ত পিস্যার সাথে লাগিয়ে দেখেন ইন্টারনেট পান কিনা। তবে যতদুর জানি হবে। 🙂

DEAR SIR
NO NEED PROXY SETUP IT'S OLD. GO TO CONTROL PANEL -NETWORK CONNECTION-EDGE USB MODEM (SEE WHICH LIGHT ON OR WHICH MODEM CONNECTED)-RIGHT CLICK MOUSE-PROPERTIES-ADVANCE TAB-ALLOW OTHER NETWORK USERS TO CONNECT THROUGH THIS COMPUTERS INTERNET CONNECTION-SELECT LOCAL AREA CONNECTION (IF ONLY SINGLE LAN)-OK

CONNECT ALL PC WITH SWITCH NETWORK AND YOU GET AUTOMATICALLY IP ADDRESS

WHEN YOU CONNECT WITH INTERNET ALL PC WILL CONNECTED WITH INTERNET.

IF ANY PROBLEM CALL ME 01719322533 OR DOWNLOAD TEAM VIEWLER AND MAIL ME ID AND PASSWORD [email protected]

    ভাই ব্রডব্যান্ড এবং বিটিসিএল কানেকশন কি এভাবে শেয়ার করা যায়? আমি গ্রামীন দিয়ে ২টা পিসিতে ১কই সাথে নেট চালাতে পারি। কিন্তু ব্রডব্যান্ডের লোকেরা বলছে কোন ভাবেই এরকম শেয়ার করতে পারবনা, তাদের কাছ থেকে রাউটার কিনে তা কনফিগার করে নিতে হবে। কিন্তু আমি ব্রডব্যন্ড অথবা বিটিসিএল রাউটার ছাড়া কয়েকটা পিসিতে চালাতে চাই। এটা কি সম্ভব?