অনেকদিন আগে টিটিতে একটি টিউন পেয়েছিলাম।যে, জিপির মডেম দিয়ে একাধিক পিসিতে ইন্টারনেট চালানোর ব্যাপারে।আমার কম্পিউটার এবং নেটবুকে একসাথে ইন্টারনেট চালাতে চাই।ল্যান লাইনের মাধ্যমে হবে কিন্তু বড় সমস্যা হল জিপি, বাংলালিংক, রবি এরা সবাই শেয়ার আই.পি আমদেরকে দেয়।এজন্য প্রত্যেক লগ-ইন এ আই.পি পরিবর্তন হয়। এই ব্যাপারে একটা টিউন পেয়েছিলাম কিন্তু সেটা এখন পাচ্ছিনা।দয়া করে আমকে সেই টিউনটা কেউ খুজেদিন অথবা আমার সমস্যার সমাধান কেউ করে দিন।এই ব্যাপার খানা নিয়ে অনেক ফ্যাসাদের মধ্যে আছি। প্লিজ হেল্প মি!!!
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটাতেই স্পীড পাই না আর আপনি একাধিক কম্পিউটার এ চালায়ে কি করবেন >:o